চাকরি স্থায়ীকরণের দাবিতে ২৮৭ কর্মচারীর কর্মবিরতি
Published: 27th, February 2025 GMT
বড়পুকুরিয়া কয়লা খনির আন্দোলনরত ২৮৭ আউটসোর্সিং কর্মচারী বুধবার চতুর্থ দিনের মতো তাদের কর্মবিরতি পালন করেছেন। ফলে খনির দাপ্তরিক কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। গত রোববার থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা।
বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের প্রতিনিধি আশরাফুল আলম জানান, ১৫-২০ বছর ধরে কয়লা খনিতে কাজ করছেন। চাকরি স্থায়ী না করায় তাদের বেতন ছাড়াও বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, উৎসব ভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে।
আরেক প্রতিনিধি রবিউল ইসলাম জানান, ঢাকা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করলে উপদেষ্টা পরিষদ সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দেন। আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করে আমরা কাজে যোগদান করি। কিন্তু ছয় মাসেও দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
বড়পুকুরিয়া কয়লা খনির জিএম (প্রশাসন) মো.
জানা গেছে, ২০১৮ সালে প্রজ্ঞাপন জারি করে আউটসোর্সিং কর্মচারীদের ওভার টাইম, উৎসব ভাতা, মাতৃত্বকালীন ছুটিসহ যাবতীয় সুবিধা বাতিল করা হয়। ওই বছর ৮ অক্টোবর কর্মচারীদের স্থায়ী নিয়োগ দিতে নির্দেশ দেন আদালত। কিন্তু খনি কর্তৃপক্ষ আপিল রিভিউ করে সময়ক্ষেপণ করছে। সর্বশেষ গত বছরের ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ খনি কর্তৃপক্ষের রিভিউ খারিজ করে আদালতের রায় বহাল রাখেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডাইনির সাজে শাবনূর!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।
আরো পড়ুন:
পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ
বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক
সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”
ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”
ঢাকা/রাহাত/লিপি