আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিতের জন্য প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের বড় জয়। হয়েছে ঠিক উলটোটা। ইংলিশদের উড়িয়ে বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমি নিশ্চিত করেছে প্রোটিয়া শিবির। 

অস্ট্রেলিয়ার সেমি নিশ্চিত হয়েছিল গতকালই। যদি ইংল্যান্ড জয় পেতো তাহলে রানরেটের হিসেব-নিকেশে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যে কোনো এক দল সেমিতে যেতো। টেম্বা বাভুমার দলের জয়ে সেই হিসেবে আর যেতে হয়নি। 

 করাচিতে টস জিতে ব্যাটিং করতে নেমে ৩৮.

২ ওভারে মাত্র ১৭৯ রানে অলআউট হয় ইংল্যান্ড। তাড়া করতে নেমে মাত্র ২৯.১ ওভারে ৭ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। রসি ভ্যান ডার ডুসেন সর্বোচ্চ ৭২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। 

শুরুতেই দলটি ওপেনার ট্রিস্টান স্টাবসকে হারায়। শুন্য রানে ফেরেন তিনি। এরপর ডুসেন ক্রিজে এসে এক প্রান্তে আগলে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৬৪ রান করেন হেনরিক ক্লাসেন।  জোফরা আর্চার নেন ২ উইকেট। 

আফগানদের কাছে হেরে আগেই বাদ পড়া ইংলিশ শিবির পুরাই টালমাটাল অবস্থায়। শুরু থেকে উইকেটের মিছিলে কোনোমতে ১৮০ রানের লক্ষ্য দেয়। সর্বোচ্চ ৩৭ রান করেন জো রুট। ইংলিশদের হয়ে শেষ ম্যাচে নেতৃত্ব দিতে নামা জস বাটলারের রান ২১। আর কেউ বিশের বেশি কর‍তে পারেনি। মার্কো জানসেন-ভিয়ান মাল্ডার সর্বোচ্চ ৩ উইকেট করে নেন। ম্যাসেরার পুরস্কার ওঠে জানসেনের হাতে। 

ঢাকা/রিয়াদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন উইক ট

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ