আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিতের জন্য প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের বড় জয়। হয়েছে ঠিক উলটোটা। ইংলিশদের উড়িয়ে বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমি নিশ্চিত করেছে প্রোটিয়া শিবির। 

অস্ট্রেলিয়ার সেমি নিশ্চিত হয়েছিল গতকালই। যদি ইংল্যান্ড জয় পেতো তাহলে রানরেটের হিসেব-নিকেশে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যে কোনো এক দল সেমিতে যেতো। টেম্বা বাভুমার দলের জয়ে সেই হিসেবে আর যেতে হয়নি। 

 করাচিতে টস জিতে ব্যাটিং করতে নেমে ৩৮.

২ ওভারে মাত্র ১৭৯ রানে অলআউট হয় ইংল্যান্ড। তাড়া করতে নেমে মাত্র ২৯.১ ওভারে ৭ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। রসি ভ্যান ডার ডুসেন সর্বোচ্চ ৭২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। 

শুরুতেই দলটি ওপেনার ট্রিস্টান স্টাবসকে হারায়। শুন্য রানে ফেরেন তিনি। এরপর ডুসেন ক্রিজে এসে এক প্রান্তে আগলে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৬৪ রান করেন হেনরিক ক্লাসেন।  জোফরা আর্চার নেন ২ উইকেট। 

আফগানদের কাছে হেরে আগেই বাদ পড়া ইংলিশ শিবির পুরাই টালমাটাল অবস্থায়। শুরু থেকে উইকেটের মিছিলে কোনোমতে ১৮০ রানের লক্ষ্য দেয়। সর্বোচ্চ ৩৭ রান করেন জো রুট। ইংলিশদের হয়ে শেষ ম্যাচে নেতৃত্ব দিতে নামা জস বাটলারের রান ২১। আর কেউ বিশের বেশি কর‍তে পারেনি। মার্কো জানসেন-ভিয়ান মাল্ডার সর্বোচ্চ ৩ উইকেট করে নেন। ম্যাসেরার পুরস্কার ওঠে জানসেনের হাতে। 

ঢাকা/রিয়াদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন উইক ট

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ