স্ত্রীর জন্মদিনে যে পোশাকে চমক দেখালেন মার্ক জাকারবার্গ
Published: 2nd, March 2025 GMT
সাধারণত সাদামাটা টি-শার্ট ও জিনস পরতেই দেখা যায় ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে। তবে স্ত্রী প্রিসিলা চ্যানের ৪০তম জন্মদিনে নিজেকে ভিন্ন এক রূপে তুলে ধরলেন তিনি। এদিন জাকারবার্গ হাজির হয়েছিলেন ঝলমলে নীল রঙের এক বিশেষ জাম্পস্যুটে। এই জাম্পস্যুট পরেছিলেন মার্কিন গায়ক ও গীতিকার বেনসন বুন।
গত শনিবার ইনস্টাগ্রামে এক ভিডিও শেয়ার করেন জাকারবার্গ। সেখানে দেখা যায়, প্রথমে কালো টাক্সিডো পরে মঞ্চে প্রবেশ করেন তিনি। এরপর দুই সহকারীর সহায়তায় নাটকীয় ভঙ্গিতে টাক্সিডো খুলে ফেলতেই বেরিয়ে আসে ঝলমলে নীল জাম্পস্যুট। উপস্থিত অতিথিরা মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়েন। এমনকি স্ত্রীর জন্য গানও পরিবেশন করেন জাকারবার্গ। ইনস্টাগ্রামের পোস্টে তিনি লেখেন, ‘ধন্যবাদ বেনসন বুন, এই অসাধারণ জাম্পস্যুট ও নতুন গানের জন্য!’
ভিডিওটি প্রকাশের পরপরই প্রতিক্রিয়া জানান বেনসন বুন। মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না!’ এমন মন্তব্যের জবাবে জাকারবার্গ মজার ছলে লেখেন, ‘ভাবছিলাম, পিয়ানোর ওপর থেকে একটা ব্যাকফ্লিপ দেওয়ার কথা!’
শুধু বেনসন বুনই নন, ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন আরও অনেকে। জেফ বেজোসের বাগ্দত্তা লরেন সানচেজ মন্তব্য করেছেন, ‘এটা অসাধারণ! ওয়াও!’ জাকারবার্গ তাঁর উত্তরে উচ্ছ্বাস প্রকাশের ইমোজি ব্যবহার করেছেন। প্রিসিলা চ্যানও জন্মদিনের অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। তাঁর পোস্ট করা ছবিতে দেখা যায়, তিনি বেশ কয়েকবার পোশাক পরিবর্তন করেছেন। পাশাপাশি স্বামীর ব্যতিক্রমী পারফরম্যান্সও বেশ উপভোগ করেছেন।
এর আগেও স্ত্রীকে চমকে দিয়েছেন জাকারবার্গ। গত বছর তিনি বিখ্যাত ভাস্কর ড্যানিয়েল আরশামের তৈরি করা প্রিসিলা চ্যানের বিশাল এক ভাস্কর্য তাঁদের বাড়ির উঠানে স্থাপন করেন।
সূত্র: টাইমসঅবইন্ডিয়া
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পুটিয়ার ডাকবাংলো চত্বর থেকে মরদেহ উদ্ধার
রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া ডাকবাংলো চত্বর থেকে কাজল হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মরদেহটি দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, একটি নারকেল গাছে উঠে ডাব চুরির সময় নিচে পড়ে মারা যান কাজল।
আরো পড়ুন:
সাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ উদ্ধার
মারা যাওয়া কাজল পুঠিয়া পৌরসভার ঝলমলিয়া এলাকার কামাল হোসেনের ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন সময় মানুষের গাছ থেকে নারকেল ও ডাব চুরি করে বিক্রি করতেন বলে এলাকার লোকজন জানিয়েছেন।
ডাকবাংলোর কেয়ারটেকার আক্কাস আলী বলেন, “ডাকবাংলোর চারপাশ উন্মুক্ত হওয়ায় যেকোনো সময় মানুষ যাতায়াত করে। রাতে আমি ঘুমিয়ে ছিলাম, কিছু বুঝতে পারিনি। ভোর সাড়ে ৫টার দিকে একজন এসে আমাকে ঘুম থেকে তুলে কাজলের মরদেহ দেখান। এরপর আমি সবাইকে জানাই।”
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ‘মরদেহটি থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাব পাড়ার সময় গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।”
ঢাকা/কেয়া/মাসুদ