ভাওয়াইয়া, ভাটিয়ালি, ধামাইল, মাইজভান্ডারি, ভাদু-টুসু, বিচ্ছেদীসহ লোকসংস্কৃতির বৈচিত্র্যময় গান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে দিনভর সংগীত উৎসব হয়েছে। গত বৃহস্পতিবার উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ।
সংগীত বিভাগের চেয়ারম্যান প্রিয়াংকা গোপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এবং ‘এমন মানব জনম আর কি হবে’—লালন সাঁইয়ের দুই গানে উৎসবটি উদ্বোধন করা হয়েছে। উৎসবের প্রতিপাদ্য ছিল ‘ঐতিহ্য ও আধুনিকতায় বাংলার লোকগান’। এতে সংগীত বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।
বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় ফুটে উঠেছে বাংলা লোকগানের নানা ধারা। এর মধ্যে হাসন রাজা, জসীমউদ্দীন, জালালউদ্দিন খাঁ, আবদুল করিম খাঁর গান পরিবেশন করা হয়ছে। আমন্ত্রিত অতিথিদের পরিবেশনায় ঐতিহ্যবাহী কবির লড়াই, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় ‘সোনাই মাধব’ পালা মঞ্চস্থ হয়েছে। মানিকগঞ্জের কবিগানের নিত্য গোপাল সরকারের দল পরিবেশন করছেন গ্রাম ও শহরের জীবনযাত্রা বিষয়ে কবির লড়াই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। অনুষ্ঠানটি উদ্বোধন করছেন অধ্যাপক ওয়াকিল আহমদ।
আয়োজনে আমন্ত্রিত অতিথিরা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুদিনের সফরে কলকাতায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে বুধবার কলকাতায় পৌঁছেছেন। বিকেলে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ও রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরে নদীয়া জেলার কল্যাণীতে অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এইমস) প্রথম সমাবর্তন উৎসবে যোগ দেন। সেখানে তাঁকে সংবর্ধনা জানান এইমসের পরিচালক রামজি সিং। অনুষ্ঠানে রাষ্ট্রপতি কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।
সন্ধ্যা ছয়টার দিকে রাষ্ট্রপতি যান দক্ষিণেশ্বর কালীমন্দিরে। সেখানে কালীমন্দিরে পূজা অর্চনা করেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর কন্যা ইতিশ্রী মুর্মু।
দক্ষিণেশ্বর কালীমন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও রামকৃষ্ণদেবের বংশধর কৌশিক চক্রবর্তী রাষ্ট্রপতির হাতে মন্দিরে নিবেদিত পদ্মফুল ও প্রসাদ তুলে দেন। পরে রাষ্ট্রপতি রামকৃষ্ণদেবের বসতঘর পরিদর্শন করে রাজভবনের উদ্দেশে রওনা হন।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ঝাড়খন্ড রাজ্যের দেওঘরে যাবেন। সেখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস), দেওঘরের প্রথম সমাবর্তন উৎসবে যোগ দেবেন। এ প্রতিষ্ঠানেও এই প্রথমবার সমাবর্তনের আয়োজন করা হয়েছে।