চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল কবে, কোথায়?
Published: 3rd, March 2025 GMT
অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলবে কে তা আগে নির্ধারণের সুযোগ ছিল না। তাই তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই দলকেই পাকিস্তান থেকে উড়িয়ে নেয় দুবাইতে। যে-ই দল ভারতের বিপক্ষে খেলবে তারা বাড়তি একদিনের অনুশীলনের সুযোগ পাবে সেটা ছিল ভাবনার। এ নিয়ে অবশ্য প্রবল সমালোচনা হয়েছে ক্রিকেট বিশ্বে।
রবিবার নিউ জিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে ভারত গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়েছে। ফলে ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের সেমিফাইনালে দেখা হচ্ছে।
অস্ট্রেলিয়া এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা যাত্রা শুরু করেছিল। কিন্তু, পরের দুই ম্যাচেই তাদেরকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। ৪ মার্চ দুবাইতেই হবে এই দুই জায়ান্টের ফাইনালের ওঠার লড়াই।
অন্যদিকে, আরেক সেমিফাইনাল খেলার জন্য দুবাই থেকে ফের পাকিস্তানে যেতে হবে দক্ষিণ আফ্রিকাকে। তাদের সঙ্গী হবে নিউ জিল্যান্ড। নিউ জিল্যান্ড ভারতের গ্রুপ থেকে রানার্সআপ হয়েছে। জয়ের অবস্থান থেকে ভারতের অসাধারণ পারফম্যান্সে হার মানতে হয় তাদেরকে। রানার্সআপ হয়ে থাকতে হয় সন্তুষ্ট।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও আগফানিস্তানকে সহজেই হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে সেমিফাইনালে। লাহোরে তাদের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে ৫ মার্চ।
হাইব্রিড মডেলে এবারের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হওয়ায় ভারত বাদে কারো ঠিকানাই স্থির নয়। পাকিস্তান সফরের অনুমতি না পাওয়ায় ভারতকে তাদের সবগুলো ম্যাচ খেলতে হচ্ছে দুবাইয়ে। এই গ্রুপে যারা ছিল তাদেরকে ম্যাচ খেলা, সফর, অনুশীলন সবকিছুই করতে হয়েছে। কেবল ভারতই পেয়েছে বাড়তি সুবিধা। যা বৈশ্বিক আসরে অন্যায্য বটে।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ম ফ ইন ল
এছাড়াও পড়ুন:
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১
খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেট–সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মামুন শেখসহ আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে মামুন শেখ স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আবার গুলি চালালে মামুন শেখসহ অন্য দুজন গুলিবিদ্ধ হন। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনেরা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য ওই কার্যালয়ে গিয়েছিলেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দেন। গতকাল রাতেও তিনি আড্ডা দিচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।