সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: ঘরের নিচে পাইপলাইন, পরিণত হয়েছিল ‘গ্যাস চেম্বারে’
Published: 3rd, March 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শান্তিবাগ এলাকায় বিস্ফোরণে দুটি পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঘরের নিচে গ্যাসের পাইপলাইন আছে। ওই লাইন থেকে গ্যাস লিকেজ হয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় কয়েকজন জানান, এক বছর আগে সেখানকার দুটি কক্ষে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পরও গ্যাসের লিকেজ মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ২ নম্বর ঢাকেশ্বরী শান্তিবাগ এলাকায় ইব্রাহিম খলিলের বাড়িতে ওই বিস্ফোরণ হয়। এতে সেখানকার ভাড়াটিয়া দুটি পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন সোহাগ আলী (২৪), তাঁর স্ত্রী রূপালী (২০) এবং এ দম্পতির দেড় বছরের মেয়ে সুমাইয়া; আবদুল হান্নান (৪০), তাঁর স্ত্রী লাকী বেগম (৩০), ছেলে সাব্বির (১২), দুই মেয়ে সামিয়া (৯) ও জান্নাত (৩)। সোহাগ ও রূপালী গার্মেন্টস শ্রমিক। হান্নান পেশায় দিনমজুর আর লাকী বেগম গার্মেন্টস শ্রমিক। গুরুতর অবস্থায় তাঁদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, আধা পাকা ওই কক্ষের নিচ দিয়ে গ্যাসের পাইপলাইন গেছে। কক্ষের দেয়ালের চারপাশে পানি ঢেলে দিয়ে দেখা গেছে, এক কোনা দিয়ে বুদ বুদ করে গ্যাস বের হচ্ছে।
আরও পড়ুনসিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৮ জন দগ্ধ৫ ঘণ্টা আগেসরেজমিন দেখা যায়, ইব্রাহিম খলিলের বাড়িতে দুই সারিতে আধা পাকা আটটি টিনের ঘর। ঘরের টিনের চালার দেয়াল ভেঙে গেছে; ঘরের আসবাব পুড়ে গেছে। সেখানে দুটি কক্ষে সোহাগ আলী ও আবদুল হান্নান স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন।
তাঁদের প্রতিবেশী সাবিনা ইয়াসমিন প্রথম আলোকে জানান, গতকাল রাতে বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। দরজা ধাক্কাধাক্কির শব্দ শুনে তিনি ঘর থেকে বের হয়ে দেখেন পাশের দুটি ঘরের ভেতরে আগুন জ্বলছে। দরজা ভেঙে দগ্ধ আটজনকে অবস্থায় উদ্ধার করা হয়। আরও কয়েকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভান। দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান প্রতিবেশী ব্যাটারিচালিত অটোরিকশাচালক জাহাঙ্গীর হোসেন।
গত বছর ইব্রাহিম খলিলের বাড়ির ওই দুই কক্ষে আগুন লেগেছিল বলে জানান ভাড়াটিয়া সাবিনা ইয়াসমিন ও স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন। তাঁরা জানান, গত বছর আগুনে কক্ষের মালামাল পুড়ে গিয়েছিল, তবে কেউ দগ্ধ হননি। গ্যাসের লাইন মেরামত করা হলে এই দুর্ঘটনা ঘটত না।
এদিকে আজ ১১টার দিকে বিস্ফোরণের ঘটনাস্থলে যান তিতাস গ্যাসের কর্মীরা। তবে তাঁরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা না বলে সেখান থেকে চলে যান।
আগুন লাগার কারণে সর্ম্পকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল্লাহ আল আরেফিন বলেন, দীর্ঘদিন যাবৎ গ্যাসের লিকেজ রয়েছে। গ্যাস লিকেজ হয়ে পুরো রুমের ভেতরে গ্যাস চেম্বার হয়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, রাতে মশাল কয়েল অথবা সাহ্রি খাওয়ার সময় বৈদ্যুতিক সুইচ অন-অফ করতে গিয়ে কোনো একপর্যায়ে স্পার্কে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বাড়ির মালিক ইব্রাহিম খলিল মুঠোফোনে বলেন, ‘রাত থেকে দগ্ধ ব্যক্তিদের চিকিৎসায় হাসপাতালে আছি। সাধ্য অনুযায়ী তাঁদের চিকিৎসার চেষ্টা চলছে। মিস্ত্রিরা কাজ করেছেন; রুমের নিচ দিয়ে পাইপলাইন থাকার কথা নয়। এর আগে আগুন লেগেছিল কি না, সেটি আমার জানা নেই।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্রা ও সভা
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল- (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) প্রতি বছরের ন্যায় এবারেও যথাযথ মর্যাদায় পালন করা হলো বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫।
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এড.সাহিদুল ইসলাম টিটু’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সার্বিক তত্বাবধানে ১০ ডিসেম্বর বুধবার সকাল ৯.৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণ থেকে সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটি শোভাযাত্রা নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় এবং শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের বিশ্ব মানবাধিকার দিবস কে জনবান্ধব রাজনীতির দাবিকে প্রতিবাদ্য করে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করছে হিউম্যান এইড (হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল)
সেই সাথে হিউম্যান এইড এর উদাত্ত আহ্বান, এদেশের মানবাধিকার, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো যেনো বিভিন্ন এজেন্ডা পালন না করে প্রকৃত মানবাধিকারকর্মী সৃষ্টি করার পদক্ষেপ গ্রহণ করে। এবং পথে থাকা মানুষের কথা, ক্ষুধার্ত মানুষের কথা, ভুল চিকিৎসায় মৃত্যুর মিছিলের সংখ্যা কমিয়ে আনার কথা বলে।
ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হওয়ার দাবি রাখে, দ্রব্যমূল্য প্রসঙ্গে আপোষহীন থাকে, ভেজাল ঔষধের বিষয়ে জাতিকে সঠিক বার্তা পৌঁছোতে জাগ্রত থাকে। নদী-নালা, খাল-বিল, জলাশয়, বনাঞ্চল, সমুদ্র, পাহাড় রক্ষায় গণমানুষকে সচেতন করে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে, মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থার দাবিতে সোচ্চার হয়।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ এম এ করিম, পঞ্চাশোর্ধ কফি হাউজের সভাপতি মোঃ শাহ আলম, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সনিয়া দেওয়ান প্রীতি, বাংলাদেশ রাইটার্স ক্লাবের নারায়ণগঞ্জের সভাপতি ও কবি কাজী আনিসুল হক হীরা, ডেইলি নারায়ণগঞ্জের সম্পাদক প্রকাশক মনির হোসেন, এন এ এন টিভি জেলা প্রতিনিধি শাহজাহান সহ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কমল চন্দ্র মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ বশির সরকার, সহ অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,সাংস্কৃতিক সম্পাদক জি এ রাজু, প্রচার সম্পাদক মোঃ সোহেল ইসলাম, যুগ্ন প্রচার সম্পাদক রঞ্জন চৌহান, সদস্য মোঃ ফিরোজ খান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বপরি, হিউম্যান এইড বলতে চায়- দেশের মানুষ এমন একটি বিচার বিভাগ পাওয়ার অধিকার রাখে, যেখানে মানবাধিকার সমুন্নত রেখে বিচারকার্য পরিচালনা করা হবে।