নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮
Published: 3rd, March 2025 GMT
নারায়ণগঞ্জের চাষাড়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৩ টার দিকে ঘটনাটি ঘটে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন- সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৫০), সাব্বির (১২), সুমাইয়া (দেড় বছর) এবং নুরজাহান (৩৫)।
আরো পড়ুন:
আদ্ দ্বীন সকিনা হাসপাতালে বিনামূল্যে হেলিকপ্টারে রোগী পরিবহন
বগুড়ার ক্লিনিকে প্রসূতি মৃত্যুর অভিযোগ, ভাঙচুর
দগ্ধদের স্বজন মুহাম্মদ রুবেল বলেন, “আজ ভোর সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়ার ২ নং চেয়ারম্যান অফিস সংলগ্ন ইব্রাহিমের বাড়ির টিনশেড ঘরের গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধ নারী ও শিশুসহ আটজনকে চিকিৎসার জন্য ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।”
চিকিৎসক ডা.
ঢাকা/বুলবুল/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের আয়োজনে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণ ২০২৪-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার,(অঃদাঃ) নারায়ণগঞ্জের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, নারায়ণগঞ্জ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. আলমগীর হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজমুন্নাহার, গবেষনা কর্মকর্তা জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াবিদ ও স্কুলের শিক্ষকবৃন্দরা।
সভাপতি প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন। এসময় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৮০ জন ফুটবল খেলোয়াড়দের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী জানান, বাছাইকৃত ৩০ জন খেলোয়াড়কে ১১ দিন ব্যাপী চলমান ২১ টি সেশনে প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন এবং সবার সফলতা কামনা করেন।