লোকসভায় আসন বৃদ্ধি আরও ৩০ বছর বন্ধ রাখার দাবি ভারতে দক্ষিণের রাজনীতিকদের
Published: 5th, March 2025 GMT
ভারতীয় সংসদের চরিত্র আরও ৩০ বছর অপরিবর্তিত রাখা হোক। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ডাকা আজ বুধবারের সর্বদলীয় বৈঠকে গৃহীত প্রস্তাবে এই দাবি করা হয়েছে। তাতে বলা হয়েছে, লোকসভা ও রাজ্যসভার আসনসংখ্যা এখন যেমন আছে, আরও ৩০ বছর তেমনই থাকুক। এই সময়ে দেশের অন্যত্র জননিয়ন্ত্রণ কর্মসূচি সফল করা হোক।
বৈঠকে মুখ্যমন্ত্রী স্ট্যালিন দাক্ষিণাত্যের সব রাজ্যের রাজনৈতিক দল নিয়ে এক যৌথ অ্যাকশন কমিটি তৈরির প্রস্তাব করেন। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদের বহর বাড়ানো হলে তা দক্ষিণের রাজ্যগুলোর পক্ষে কতটা ক্ষতিকর হবে, সেই বিষয়ে ওই কমিটি সর্বত্র জনমত গঠন করবে, যাতে একযোগে প্রতিরোধ করা সম্ভবপর হয়। ওই প্রস্তাবও গৃহীত হয়েছে।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে আজ বুধবার ওই বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে ডিএমকে, এআইএডিএমকে, কংগ্রেস, বামপন্থী দলগুলো ছাড়াও অন্যান্য স্থানীয় দলের নেতারা যোগ দেন। তবে বিজেপি, তামিল মানিলা কংগ্রেস ও এনটিকের মতো দল ওই বৈঠক বর্জন করে।
জনগণনার ভিত্তিতে লোকসভার আসন বৃদ্ধি হলে দক্ষিণের রাজ্যগুলোর তুলনায় উত্তর, পূর্ব ও পশ্চিম ভারতীয় রাজ্যগুলোর আসন অনেক বেশি বাড়বে। ফলে সংসদে দাক্ষিণাত্যের প্রতিনিধিত্ব ও প্রভাব কমে যাবে। শুধু তা-ই নয়, দক্ষিণের রাজ্যগুলোর আশঙ্কা, উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রসহ হিন্দি বলয়ের আসন এতটাই বেড়ে যাবে যে দাক্ষিণাত্যের সমর্থন ছাড়াই কোনো সর্বভারতীয় দল ভারত শাসন করতে পারবে। এই আশঙ্কা থেকেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন রাজনৈতিক প্রতিরোধে উদ্যোগী হয়েছেন।
বিভিন্ন রাজ্যের জনসংখ্যা অনুযায়ী, সংসদের আসনসংখ্যা নির্ধারিত হয়ে আসছে। ১৯৫১, ১৯৬১ ও ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে বিভিন্ন রাজ্যের আয়তন ও জনসংখ্যার নিরিখে লোকসভার আসন সেভাবেই নির্ধারিত হয়ে এসেছে। ১৯৭৬ সালে কেন্দ্রীয় সরকার জননিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ করার সময় সংবিধান সংশোধনের মাধ্যমে ঠিক করে, পরবর্তী ২৫ বছর সংসদের আসনসংখ্যায় কোনোরকম হেরফের ঘটানো হবে না।
কর্মসূচির সাফল্য দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ২০০১ সালে আরেকবার সংবিধান সংশোধন করে সেই মেয়াদ আরও ২৫ বছর বাড়ানো হয়। সেই নিরিখে ২০২৬ সালের পর সংসদের আসনসংখ্যা বৃদ্ধি করার কথা।
ভারতে শেষ জনগণনা হয় ২০১১ সালে। কোভিড-১৯-এর কারণে ২০২১ সালে গণনা সম্ভবপর হয়নি। ২০২৬ সালে তা হওয়ার কথা। শেষ জনগণনার হিসাব অনুযায়ী, সংসদের আসন বৃদ্ধি হলে দেখা যাচ্ছে, তামিলনাড়ুর আসন ৩৯ থেকে বেড়ে হবে ৪১, কর্ণাটকের আসন ২৮ থেকে বেড়ে হবে ৩৬, তেলেঙ্গানা ১৭ থেকে বেড়ে ২০, অন্ধ্র প্রদেশ ২৫ থেকে হবে ২৮। কেরালার আসন ২০টিতেই আটকে থাকবে।
ভারতের দক্ষিণের রাজ্যগুলোতে এত কম আসন বৃদ্ধির কারণ হচ্ছে ওই অঞ্চলে জননিয়ন্ত্রণ কর্মসূচির বিপুল সাফল্য। অথচ সেই কর্মসূচির ব্যর্থতার দরুন হিন্দি বলয়ের আসন বাড়বে অনেক বেশি। যেমন উত্তর প্রদেশে আসন ৮০ থেকে বেড়ে হবে ১২৮, বিহার ৪০ থেকে ৭০, মধ্যপ্রদেশ ২৯ থেকে ৪৭, মহারাষ্ট্র ৪৮ থেকে ৬৮টি।
বৈঠকের পর স্ট্যালিন সংবাদমাধ্যমে বলেন, সংসদের আসন বৃদ্ধি আরও ৩০ বছর স্থগিত রাখা হোক। ওই সময়ে দেশের অন্যত্র জননিয়ন্ত্রণ কর্মসূচি সফল করা হোক, যাতে দক্ষিণের সাফল্যের সঙ্গে অবশিষ্ট ভারতের সাফল্য সামঞ্জস্যপূর্ণ হতে পারে। বর্তমানে ১৯৭১ সালের জনগণনা অনুযায়ী সংসদের আসন নির্ধারিত। সেটাই আগামী ৩০ বছর অপরিবর্তিত রাখা হোক।
মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেছেন, জননিয়ন্ত্রণ কর্মসূচির সাফল্যের শাস্তি দাক্ষিণাত্যকে দেওয়া অনুচিত। তিনি মনে করেন, শুধু জনসংখ্যাই সংসদে প্রতিনিধিত্বের একমাত্র মানদণ্ড হতে পারে না। দেশের প্রবৃদ্ধিতে রাজ্যের অর্থনৈতিক অবদানও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
ভারতের মোট জাতীয় উৎপাদনের ৩০ শতাংশ দক্ষিণের পাঁচ রাজ্যের অবদান। পাশাপাশি শুধু উত্তর প্রদেশ ও বিহারে থাকেন দেশের ১৪০ কোটি জনসংখ্যার ২৬ শতাংশ। জন্মনিয়ন্ত্রণে সবচেয়ে ব্যর্থ এই দুই রাজ্যের প্রতিনিধিরাই সংসদ পুনর্গঠনে সবচেয়ে বেশি লাভবান হবেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আরও ৩০ বছর ম খ যমন ত র আসন ব দ ধ র স ফল য জনস খ য র আসন ব দ র আসন ল কসভ
এছাড়াও পড়ুন:
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির তথ্য
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ভর্তি নীতিমালা ২০২৫-২৬ অনুযায়ী একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় মোট ১ হাজার ৯০০ ছাত্রছাত্রী ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের ন্যূনতম যোগ্যতা—বাংলা মাধ্যমে শিক্ষার্থীদের জন্য:
১. বিজ্ঞান বিভাগ:
সাধারণ শিক্ষার্থীর জিপিএ ৫.০০, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৪.৭২, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৪.৫০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ৪৪০টি, ছাত্র-দিবা- ৪৪০টি।
২. ব্যবসায় শিক্ষা বিভাগ:
সাধারণ শিক্ষার্থী জিপিএ ৪.০০, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৩.৩৩, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৩.০০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ১৫০টি, ছাত্র-দিবা- ১৫০টি।
৩. মানবিক বিভাগ:
সাধারণ শিক্ষার্থী জিপিএ ৩.৭৮, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৩.০০, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৩.০০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ৯০টি, ছাত্র-দিবা- ৯০টি।
আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীদের জন্য:১. বিজ্ঞান বিভাগ:
সাধারণ শিক্ষার্থীর জিপিএ ৫.০০, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৪.৭২, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৪.৫০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ২০০টি, ছাত্র-দিবা- ২০০টি।
২. ব্যবসায় শিক্ষা বিভাগ:
সাধারণ শিক্ষার্থী জিপিএ ৪.০০, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৩.৩৩, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৩.০০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ৭০টি, ছাত্র-দিবা- ৭০টি।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫দরকারি তথ্য—১. আবেদনের সময় থানা ‘লালবাগ’ নির্বাচন করতে হবে।
২. আবেদন করা যাবে: ১১ আগস্ট ২০২৫ পর্যন্ত।
৩. ভর্তি: ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
৪. ক্লাস শুরু হবে: ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে।
৫. অনলাইনে আবেদনের পদ্ধতি: আবেদন ফি ২২০ টাকা জমা দেওয়ার পর আবেদনকারীকে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ।
৬. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে পছন্দক্রমের তালিকায় অত্র কলেজকে অবশ্য ১ নম্বরে রাখতে হবে।
৭. বিশেষ নির্দেশনা: ১০ আগস্টের আগে নিজ নিজ ইউনিট হতে বিজিবি সন্তানের প্রত্যয়নপত্র প্রতিষ্ঠানের ১০১ নম্বর কক্ষে বা প্রতিষ্ঠানের ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে। প্রত্যয়নপত্র প্রাপ্তি সাপেক্ষে প্রতিষ্ঠান কর্তৃক SQ কোটা নিশ্চায়ন করা হবে। প্রত্যয়নপত্রে অবশ্যই শিক্ষা বোর্ডের নাম, এসএসসি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও মোবাইল ফোন নম্বর উল্লেখ থাকতে হবে। নিশ্চায়ন ব্যতীত SQ কোটায় নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:
আরও পড়ুনভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, আসন ২৩৯০টি২৯ জুলাই ২০২৫