এবার সুনামগঞ্জের শল্লা উপজেলার সতোয়া জলমহালের মাছ লুটের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ মার্চ) সকালে হাজার হাজার মানুষ জলমহালের মাছ ধরতে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জলমহালের আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ মাছ ধরার পলো, জালসহ নানা উপকরণ নিয়ে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এতে কয়েক হাজার জনতা ক্ষুব্ধ হয়ে পুলিশকে ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে মাছ ধরতে আসা জনতা জলমহাল ইজারাদারদের দুইটি ছাউনি ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়।

শাল্লা থানার অফিসার ইনচার্জ মো.

শফিকুল ইসলাম বলেন, ‘‘সতোয়া জলমহালের মাছ লুটে বাধা দেওয়ায় তারা ক্ষেপে যান। পরে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। সতোয়া জলমহাল এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। মানুষের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’’

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে জেলার দিরাই ও শল্লা উপজেলার কয়েকটি জলমহালে মাছ লুটের ঘটনা ঘটেছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানুষকে বোঝালেও তাতে কোনো কাজ হয়নি।

ঢাকা/মনোয়ার/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জলমহ ল র ম ছ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ