চাঁদা দাবির অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়ার সদস্য পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, এক কার্যদিবসের মধ্যে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়। এতে বলা হয় সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনের কারণে গোলাম কিবরিয়ার সদস্য পদ স্থগিত করা হলো।

এর আগে শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাঁর পরিচিত একজন ব্যক্তি ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা করেন। তাঁর কাছে গোলাম কিবরিয়া ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন। বিষয়টি পরে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ককে জানানো হয়।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘ফেসবুক পোস্টের ভিত্তিতে আমরা তাঁর (গোলাম কিবরিয়ার) ব্যাপারে অভিযোগ পাই। পরবর্তী সময়ে প্রাথমিকভাবে সেটার সত্যতা পেয়ে তাঁর সদস্যপদ স্থগিত করি এবং কেন তাকে বহিষ্কার করা হবে না, এ বিষয়ে তাঁকে কারণ দর্শাতে বলি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ ল ম ক বর য় র র সদস য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। যুব ওয়ানডেতে আছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ম্যাচ। ওভাল টেস্টের দ্বিতীয় দিন আজ।ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯–জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯
দুপুর ১–১৫ মি., জিম্বাবুয়ে ক্রিকেট ইউটিউব চ্যানেল

১ম টি–টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
সকাল ৬টা, পিটিভি স্পোর্টস

বুলাওয়ে টেস্ট–৩য় দিন

জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস

ওভাল টেস্ট–২য় দিন

ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১

টেনিস

কানাডিয়ান ওপেন
রাত ৯–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

সম্পর্কিত নিবন্ধ