আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এ বছর নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন।’ আর এই স্লোগান নিয়েই এগিয়ে যাচ্ছেন নারীরা। নিজেদের দক্ষতা বাড়িয়ে সমাজ ও পরিবারে ভূমিকা রেখে চলেছেন। বিভিন্ন পেশাজীবী নারীদের পাশাপাশি ফ্রিল্যান্সিং করে ঘরে বসে আয়ও করছেন অনেক নারী। সংসার সামলে ফ্রিল্যান্সিং করে আয় করা নারীদের মধ্যে রয়েছেন শাহ্ নাজ পারভীন, রেশমা হক ও সুমাইয়া আক্তার। তাঁদের প্রতে৵কেরই একই স্বপ্ন বড় কিছু করার; ঘরে বসে থাকা নারীদের উৎসাহ দেওয়া—আমিও কিছু পারি। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে নিজেদের সফলতার পেছনের কাহিনি শুনিয়েছেন তাঁরা।

শাহ্ নাজ পারভীন

সাভারের বাসিন্দা শাহ্ নাজ পারভীন ছিলেন ব্যাংকার। স্বামী সাইফ খান ব্যবসায়ী। যমজ সন্তান হওয়ায় সন্তানদের দেখাশোনার জন্য শখের চাকরি ছাড়তে বাধ্য হন তিনি; কিন্তু দমে যাননি শাহ্ নাজ পারভীন। ২০২৩ সালে ইউটিউবে একটি ভিডিওর মাধ্যমে জানতে পারেন বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের খবর। এরপর অনলাইনে জুমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট হিসেবে নিজেকে দক্ষ করে তোলেন। বর্তমানে শাহ্ নাজ পারভীন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, পিন্টারেস্ট ও লিংকডইনে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজনেস গ্রোথ নিয়ে কাজ করছেন। মার্কেন্ট্রিক্স নামে শাহ্ নাজ পারভীনের একটা বিজনেস পেজ রয়েছে। এই পেজের মাধ্যমেই  ঘরে বসে দেশ–বিদেশের ক্লায়েন্টদের সেবা দিয়ে থাকেন তিনি।

শাহ্‌ নাজ পারভীন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ