বরিশাল বিভাগে ১৭ রুটে বাস ধর্মঘট ডেকে পাঁচ ঘণ্টা পর প্রত্যাহার
Published: 8th, March 2025 GMT
বরিশাল নগরের রূপাতলী বাস টার্মিনাল থেকে ১৭টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডেকে পাঁচ ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়েছে। বাসের শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার বেলা একটা থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এতে বিভাগের ১৭টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেয় বাস মালিক ও শ্রমিক সমিতি।
বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জিয়া উদ্দিন সিকদার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথম আলোকে বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় তাঁরা মাগরিবের পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। এরপর সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাসচালকদের সঙ্গে তিন চাকার যানের (মাহিন্দ্রা) চালকদের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার বিচারের দাবিতে দুপুর ১২টা থেকে ধর্মঘটের ডাক দেয় বাসমালিক ও শ্রমিক সমিতি। বেলা একটার পর বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনার ১৭ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন এসব রুটে চলাচলকারী যাত্রীরা। তাঁরা বিকল্প যানে ঝুঁকি নিয়ে দুই থেকে তিন গুণ বেশি ভাড়ায় গন্তব্যে যেতে বাধ্য হন।
এর আগে বেলা ১১টার দিকে বাস ও তিন চাকার যানবাহনের চালকদের মধ্যে মারামারি গিয়ে আলফা-মাহিন্দ্রা সমিতির নেতাদের হাতে মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। এর প্রতিবাদে দুই ঘণ্টা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী বলেন, মহাসড়কে অবৈধ তিন চাকার যানের দাপটে বাস চালানো দায় হয়ে পড়েছে। এতে দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। সামনে ঈদ। দুর্ঘটনা বৃদ্ধির আশঙ্কা আছে। বাসচালক, মালিক, শ্রমিকসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মারধর করেন তিন চাকার যানের মালিক-শ্রমিকেরা। এ ঘটনার বিচারের দাবিতে তাঁরা ধর্মঘট ডেকেছিলেন। প্রশাসনের আশ্বাসে সন্ধ্যায় তা প্রত্যাহার করা হয়েছে।
নগরের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রাত পৌনে আটটার দিকে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়েছিল। তবে বাস শ্রমিকদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাননি। পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সন্ধ্যার পর থেকে বাস চলাচল স্বাভাবিক আছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বর শ ল
এছাড়াও পড়ুন:
আরো ৩ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিল হামাস
ইসরায়েলের কাছে আরো তিন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গতকাল রবিবার রাতে মরদেহগুলো রেডক্রসের হাতে তুলে দেয় তারা।
আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
আরো পড়ুন:
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, ৭৫ শতাংশ ত্রাণ প্রবেশে বাধা
পশ্চিম তীরে ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেওয়ার নিন্দা বাংলাদেশের
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে, “রেডক্রসের মাধ্যমে ইসরায়েল তিন মৃত জিম্মির কফিন গ্রহণ করেছে। যেগুলো গাজায় থাকা প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিনবেতের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্তে মরদেহগুলো শনাক্ত কেন্দ্রে পাঠানো হবে।”
যদি এই জিম্মির পরিচয় শনাক্ত হয় তাহলে যুদ্ধবিরতির পর হামাসের হস্তান্তর করা মরদেহের সংখ্যা ২০ জনে পৌঁছাবে। গত মাসে যখন যুদ্ধবিরতি কার্যকর হয় তখন তাদের কাছে ২৮ জিম্মির মরদেহ ছিল।
ইসরায়েলের অভিযোগ, হামাস ইচ্ছাকৃতভাবে মরদেহগুলো ফেরত দিতে দেরি করছে। কিন্তু সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, মরদেহগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় এগুলো উদ্ধার করতে তাদের সময় লাগছে।
হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড জানায়, রবিবার সকালে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে তারা মরদেহগুলো উদ্ধার করেছে।
পরে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে বলা হয়, “সব জিম্মিদের পরিবারকে সেই অনুযায়ী আপডেট করা হয়েছে এবং এই কঠিন সময়ে আমাদের হৃদয় তাদের সাথে রয়েছে। আমাদের জিম্মিদের ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং শেষ জিম্মিটি ফিরে না আসা পর্যন্ত থামবে না।”
হোস্টেজ এবং মিসিং ফ্যামিলিজ ফোরাম গাজা থেকে বাকি সব মৃত জিম্মিকে উদ্ধারের জন্য নেতানিয়াহুকে জরুরিভাবে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে।
হামাস ও ইসরায়েল একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।
হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, রবিবার উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা তাদের সৈন্যদের জন্য হুমকিস্বরূপ এক সন্ত্রাসীকে হত্যা করেছে।
গত ১৩ অক্টোবর যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে গাজা থেকে জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস।
ঢাকা/ফিরোজ