নরসিংদীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার নিরাপত্তাপ্রহরীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা এসে আহতাবস্থায় তাকে উদ্ধার করেন।

শনিবার (৮ মার্চ) রাত ৮টার দিকে শহরতলীর গাবতলি এলাকার একটি মাদ্রাসায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত নিরাপত্তাপ্রহরী সাইফুল ইসলাম (৫০) কুমিল্লার মুরাদনগর উপজেলার দুলাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি মাদ্রাসার শিক্ষক সামসুল ইসলামের কাছে যৌন হয়রানির বিষয়ে অভিযোগ করলে স্থানীয়দের মধ্যে জানাজানি হয়ে যায়। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত নিরাপত্তাপ্রহরীকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে থানা পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে নিরাপত্তাপ্রহরীকে উদ্ধারে এলে ক্ষুব্ধ জনতা পুলিশের ওপর চড়াও হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতাবস্থায় নিরাপত্তাপ্রহরীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

মাদ্রাসার শিক্ষক সামসুল ইসলাম বলেন, ‘‘শিশুটি আমার কাছে অভিযোগ করেছিল। বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি। কিন্তু, স্থানীয়রা জেনে উত্তেজিত হয়ে ওই নিরাপত্তাপ্রহরীকে গণপিটুনি দেয়।’’

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, ‘‘যৌথ বাহিনীর সদস্যরা অভিযুক্ত নিরাপত্তাপ্রহরীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ধর্ষণচেষ্টা মামলার প্রস্তুতি চলছে।’’

ঢাকা/হৃদয়/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণপ ট ন

এছাড়াও পড়ুন:

১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন

ঢাকার কেরানীগঞ্জের আগানগরে জমেলা টাওয়ারে লাগা আগুন ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আগুন লাগা ভবনে আটকেপড়া ৪৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস৷

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের ডাইরেক্টর (অপারেশন) তাইজুল ইসলাম। এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে ১২ তলা ওই ভবনের নিচতলায় আগুন লাগে।

আরো পড়ুন:

কৃষিজমি ক্ষতির শঙ্কায় ভেকুসহ মোটরসাইকেলে অগ্নিসংযোগ

সুনামগঞ্জে আগুনে পুড়ল ৭ ঘর 

তাইজুল ইসলাম বলেন, ‘‘আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরো ১০টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনের বিভিন্ন ফ্লোরে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘ভবনের ভেতরে বিপুল পরিমাণ দাহ্য বস্তু থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে রবিবার পর্যন্ত সময় লাগতে পারে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হবে এবং আগুন সম্পূর্ণ নির্বাপণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’’

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘‘এখনই সূত্রপাত বলা যাবে না, আগে আগুন নিয়ন্ত্রণ করব, তারপর সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।’’

ঢাকা/শিপন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ