ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ৭ হাজার কোটি টাকার জুয়া
Published: 9th, March 2025 GMT
দুবাইয়ে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, যেখানে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এই বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে জমে উঠেছে অবৈধ বেটিং চক্রের তৎপরতা। ম্যাচ ঘিরে জুয়াড়িরা ইতোমধ্যে প্রায় ৭ হাজার কোটি টাকার বাজি ধরেছে বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিটি বড় ক্রিকেট ম্যাচে ভারতের জুয়াড়ি চক্র সক্রিয় থাকলেও আইসিসির কোনো ইভেন্ট হলে তৎপরতা বেড়ে যায় কয়েকগুণ। এবার ফাইনাল ম্যাচটি দুবাইয়ে হওয়ায় আন্তর্জাতিক বুকিদের প্রভাবও চোখে পড়ার মতো। ভারতের কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ‘ডি কোম্পানি’ও এই ম্যাচ ঘিরে সক্রিয় বলে ধারণা করছে গোয়েন্দারা।
ভারতীয় পুলিশের অপরাধ বিভাগ ইতোমধ্যেই সেমিফাইনাল ম্যাচ ঘিরে বেটিংয়ের অভিযোগে অন্তত পাঁচজন জুয়াড়িকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে পারভিন কোচার ও সঞ্জয় কুমার নামে দুই বুকি সেমিফাইনাল ম্যাচে জুয়ায় সক্রিয় ছিলেন। তাদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপসহ বেটিংয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
এনডিটিভি জানিয়েছে, পারভিন কোচারের একটি ‘মাস্টার আইডি’ রয়েছে, যার মাধ্যমে বেটিং ওয়েবসাইটে অন্যদের জন্য আইডি তৈরি করা হয়। প্রতিটি লেনদেনে একটি সিন্ডিকেট ৩ শতাংশ কমিশন পায়। একই সঙ্গে ফোন কলের মাধ্যমেও অফলাইন বেটিং চালানো হয়।
সূত্র বলছে, পারভিন কোচার প্রতি ম্যাচে প্রায় ৪০ হাজার রুপি লাভ করতেন। ৩৫ হাজার রুপি ভাড়ায় একটি ঘর নিয়ে তিনি বেটিং কার্যক্রম পরিচালনা করতেন। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, পুরো নেটওয়ার্কটি দুবাই থেকে পরিচালিত হয়—সেই শহরেই আজ হতে যাচ্ছে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ইন ল ম য চ
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি