নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বাগ্‌বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অপূর্ব (২৫) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার খোকন মিয়ার ছেলে। তিনি রেস্তোরাঁর কর্মী বলে জানিয়েছে পুলিশ। তবে ছাত্রদলের নেতা দাবি করেছেন, নিহত তরুণ ছাত্রদলের কর্মী।

এ ঘটনায় সম্রাট (২৫) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। সম্রাট শহরের গলাচিপা এলাকার মো.

হোসেনের ছেলে।

এ সম্পর্কে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম বলেন, গতকাল রাত সাড়ে ৯টায় শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ থেকে তাঁরা ধর্ষণবিরোধী মশালমিছিল বের করেন। মিছিলটি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। নেতা-কর্মীরা যখন বাড়ি যাচ্ছিলেন, তখন শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় ছাত্রদলের কর্মী অপূর্বকে একজন ছুরিকাঘাত করেন। আহত অপূর্বকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আজিজুল ইসলাম আরও বলেন, ‘এ সময় ছুরিকাঘাত করা এক যুবককে আশপাশের লোকজন আটক করে মারধর করেন। আমরা আইন নিজের হাতে তুলে না দিয়ে ছাড়ানোর চেষ্টা করি।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমেদ প্রথম আলোকে জানান, রাতে মশালমিছিল করলে ওই মিছিলের পেছন থেকে কটূক্তি করায় চড় মারেন অপূর্ব। তখন সম্রাট ছুরি দিয়ে তাঁকে আঘাত করেন। এই ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তি ছাত্রদলের কেউ নন। তিনি একটি রেস্তোরাঁয় কাজ করতেন। মূলত তাঁর সঙ্গে এক পোশাককর্মীর কথা-কাটাকাটির জেরে ওই ঘটনা ঘটেছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ছ ত রদল র শহর র

এছাড়াও পড়ুন:

সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির   ২০২৪ -২০২৬  প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র  সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে  এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ,  বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে  বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 

সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে  পালন করা হবে।  সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং  র‌্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘

আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি  ঘোষনা করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
  • নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
  • সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
  • আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
  • সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত