সাধারণ শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখার সদস্যসচিব আল মিজান মাহিনকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

‘জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী’ রুবেল মিয়ার ওপর ৯ মার্চ (রোববার) বিকেলে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে এ হামলা হয় বলে সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার সদস্যসচিব আল মিজান।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাইদুর রহমান নামের এক শিক্ষার্থী। তিনি বলেন, আল মিজান মাহিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট শাখার আহ্বায়ক পদপ্রত্যাশী হলেও সদস্যসচিব পদ পেয়েছিলেন। এই ক্ষোভ থেকে ঘোষিত কমিটির আহ্বায়ক তোফায়েল আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান। এ নিয়ে অন্য শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাঁদের বিভিন্ন হুমকি দেন। এমনকি তিনি কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, এসব নিয়ে জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা রুবেল মিয়া প্রতিবাদ করায় ৯ মার্চ বিকেলে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে রুবেলের ওপর হামলা করেন মাহিন ও তাঁর সহযোগীরা। রুবেলের মাথায় ও ঘাড়ে কিল–ঘুষি মেরে তাঁকে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় সোমবার (১০ মার্চ) রাজারহাট থানায় লিখিত অভিযোগ করা হয়। অন্যদিকে বৈষম্যবিরোধী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখায়ও তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এর আগেও মাহিন বিভিন্ন অরাজকতা করলে তাঁর সহকর্মী আরিফুল প্রতিবাদ জানান। এ কারণে আরিফুলকে মারধর করেন মাহিন। এ নিয়ে থানায় মামলা হয়। দায়িত্বশীলরা মাহিনকে বহিষ্কার করেন। পরবর্তী সময়ে মাহিন নিজের প্রভাব খাটিয়ে পুনরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব জিসান ইসলাম, হামলার শিকার রুবেল মিয়া, শিক্ষার্থী আসিফ মিয়া, রাকিবুল হাসানসহ অন্য শিক্ষার্থীরা।

অভিযোগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার সদস্যসচিব আল মিজান মাহিন বলেন, সোশ্যাল মিডিয়ায় রুবেল মিয়ার পোস্ট নিয়ে কথা–কাটাকাটি হলেও কোনো প্রকার সংঘাত হয়নি। তিনি এটিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এর রেশ ধরে মাহিনের বাড়িতেও তাঁরা হামলা হয়েছেন। যা রাজারহাট থানার ওসি ও ইউএনও অবগত আছেন। বিষয়টি জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটি অবগত রয়েছে।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আবদুল আজিজ বলেন, ‘মাহিনের বিষয়ে অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত সেল তদন্ত করে প্রতিবেদন দেবে। সে অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র সদস যসচ ব আল ম জ ন র ওপর

এছাড়াও পড়ুন:

শব্দগুলো সাজাও, বাক্য বানাও

ইংরেজি: রি–অ্যারেঞ্জ

প্রাথমিক বিদ্যালয়–শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষায় ইংরেজি ৮ নম্বর প্রশ্নটি রি–অ্যারেঞ্জের ওপর। নম্বর থাকবে ৬।

# Rearrange words in the correct order to make meaningful sentences

Set-1

a. poetry/ time/ in/ my/ free/ father/ his/ writes.

b. I/ can/ questions/ ask/ some/ you?

c. us/ let/ for/ a/ go/ picnic.

d. should/ eat/ you/ chocolate/ not/ of/ lot/ a.

e. beautiful/ girl/ the/ how/ is!

Ans:

a. My father writes poetry in his free time.

b. Can I ask you some questions?

c. Let us go for a picnic.

d. You should not eat a lot of chocolate.

e. How beautiful the girl is!

আরও পড়ুনসবুজ উদ্ভিদ থেকে খাদ্যশৃঙ্খল শুরু১০ ডিসেম্বর ২০২৫

Set-2

a. hare/ for/ slept/ hour/ an/ the.

b. walk/ you/ can’t/ faster?

c. believe/ his/ hare/ the/ couldn’t/ eyes.

d. too/ for/ play/ don’t long.

e. steady/ race/ the/ wins/ slow/ but!

Ans:

a. The hare slept for an hour.

b. Can’t you walk faster?

c. The hare couldn’t believe his eyes.

d. Don’t play for too long.

e. Slow but steady wins the race!

Set-3

a. myself/ I/ introduce/ May?

b. club/ person/ the/ a/ there/ new/ is/ in/ today.

c. down/ please/ sit.

d. hour/ I/ you/ can/ in/ meet/ an.

e. Andy/ can/ when/ meet/ Tamal?

Ans:

a. May I introduce myself?

b. There is a new person in the club today.

c. Please sit down.

d. I can meet you in an hour.

e. When can Tamal meet Andy?

ইকবাল খান, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

সম্পর্কিত নিবন্ধ