বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় সেঞ্চুরিয়ানও। প্রথমটি অ‌্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে। পরেরটি নিউ জিল‌্যান্ডের বিপক্ষে হ‌্যামিল্টনে। দুটোই ২০১৫ বিশ্বকাপে।

সর্বশেষ ২০২৩ বিশ্বকাপেও ছিল মাহমুদউল্লাহর আরেকটি সেঞ্চুরি। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে আরেকটি তিন অঙ্কের ম‌্যাজিকাল ফিগার।

বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি তিন সেঞ্চুরির রেকর্ড এখন তার দখলে। ওয়ানডে ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ অবসরের দিনটিতে আইসিসি মনে করাল, বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্রিকেটারকে। যিনি বিশ্বকাপের মতো আসরেই কেবল তিন সেঞ্চুরি করেছেন। একাধিক বিশ্বকাপে শতরানে রঙে রঙিন করার একমাত্র কীর্তি তারই।

শুধু তা-ই নয়, আইসিসির পঞ্চাশ ওভারের আরেকটি প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রয়েছে তার সেঞ্চুরি। তবে, বিশ্বকাপই তার অর্জনের ডালা সাজিয়ে দিয়েছে। বিশ্বকাপে শুধু তিন সেঞ্চুরি নয়, আরো কিছু রেকর্ড মাহমুদউল্লাহর পক্ষে কথা বলছে।

২০১১, ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপ খেলেছেন মাহমুদউল্লাহ। সব মিলিয়ে চার বিশ্বকাপে ২২ ম্যাচে তার রান ৯৪৪। বাংলাদেশের হয়ে বিশ্বকাপে তার চেয়ে বেশি রান করেছেন কেবল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহর চেয়ে তারা দুজনই একটি বিশ্বকাপ বেশি খেলেছেন, ২০০৭। কিন্তু, তাদের দুজনের চেয়ে গড়ে মাহমুদউল্লাহ অনেক এগিয়ে।

৪১.

৬২ গড়ে সাকিবের রান ১৩৩২। ৩৪.৮০ গড়ে মুশফিকের রান ১০৭৯। মাহমুদউল্লাহ ৫২.৪৪ গড়ে করেছেন ৯৪৪ রান। কমপক্ষে পাঁচ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে ফিফটি ছোঁয়া গড় একমাত্র তারই। শুধু তা-ই নয়, স্ট্রাইক রেটেও মাহমুদউল্লাহ এগিয়ে। সাকিবের স্ট্রাইক রেট ৮২.২৭। মুশফিকের ৭৯.৩৯। মাহমুদউল্লাহর ৮৪.৮১।

চার আসর মিলিয়ে বিশ্বকাপে ২৫টি ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ। কিন্তু, ‌১৫টিও মারতে পারেননি বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান। দুটি ভিন্ন বিশ্বকাপে ৩০০ রানের ঠিকানায় পৌঁছতে পারা বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান মাহমুদউল্লাহ।

২০১৯ বিশ্বকাপে সাকিব আল হাসান ৬০৬ রান করেছিলেন। মুশফিকুর রহিম একই আসরে করেছিলেন ৩৬৭ রান। মাহমুদউল্লাহ ২০১৫ বিশ্বকাপে ৩৬৫ রানের পর গত আসরে ৩২৮ রান করেছিলেন। বাংলাদেশের আর কোনো ক্রিকেটার বিশ্বকাপের দুই আসরে তিনশর বেশি রান করতে পারেননি।

পরিসংখ্যান, রেকর্ড বিশ্বকাপে মাহমুদউল্লাহর অবদানকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এর বাইরেও তার নিবেদন, একাগ্রতা, নিষ্ঠা তাকে করে তুলেছে মহামূল্য। তিনি যেন বাংলাদেশের ‘বিশ্বকাপের সুপারস্টার।’

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর র আর ক

এছাড়াও পড়ুন:

রাকেফেত কারাগার–ইয়েলো লাইন–ফেলানী অ্যাভিনিউ কী

১. বাংলাদেশে প্রাণিকল্যাণ আইন প্রণয়ন করা হয় কত সালে?

ক. ২০১২ সালে

খ. ২০০৩ সালে

গ. ২০০৮ সালে

ঘ. ২০১৯ সালে

উত্তর: ঘ. ২০১৯ সালে

২. ২০২৫ সালে মোট কতজন নারীকে ‘রোকেয়া পদক’ প্রদান করা হয়?

ক. ৩ জন

খ. ৪ জন

গ. ৫ জন

ঘ. ২ জন

উত্তর: খ. ৪ জন [নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা]

৩. ‘ফেলানী অ্যাভিনিউ’ কোথায় অবস্থিত?

ক. গুলশান

খ. আগারগাঁও

গ. মতিঝিল

ঘ. মিরপুর

উত্তর: ক. গুলশান

আরও পড়ুনপরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৭ পদের চাকরি পেতে আর কত অপেক্ষা৪ ঘণ্টা আগে

৪. মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ঘোষিত নতুন নাম—

ক. নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়

খ. নারী ও শিশু মন্ত্রণালয়

গ. মহিলা ও শিশু মন্ত্রণালয়

ঘ. নারীবিষয়ক মন্ত্রণালয়

উত্তর: খ. নারী ও শিশু মন্ত্রণালয়

৫. সম্প্রতি ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে—

ক. পুথিচিত্র

খ. মৈমনসিংহ গীতিকা

গ. রাজশাহী সিল্ক বয়নশিল্প

ঘ. টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প

উত্তর: ঘ. টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প

৬. বর্তমানে বাংলাদেশে কতটি ইউনেসকো ঘোষিত অধরা/বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে?

ক. ৪টি

খ. ৫টি

গ. ৬টি

ঘ. ৭টি

উত্তর: গ. ৬টি (বাউলসংগীত, জামদানি বয়নশিল্প, পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, শীতলপাটি বয়নশিল্প, রিকশা ও রিকশা পেইন্টিং এবং টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প)

৭. সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের কত শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেন?

ক. ৭৫%

খ. ৮৮%

গ. ৯৬%

ঘ. ১০০%

উত্তর: গ. ৯৬%

আরও পড়ুনসরকারি আবাসন পরিদপ্তরে নিয়োগ, পদ ৮১০৪ ডিসেম্বর ২০২৫

৮. ফিফার ইতিহাসে প্রথম শান্তি পুরস্কার (FIFA Peace Prize) পান—

ক. ডোনাল্ড ট্রাম্প

খ. নেলসন ম্যান্ডেলা

গ. বান কি মুন

ঘ. পোপ ফ্রান্সিস

উত্তর: ক. ডোনাল্ড ট্রাম্প

৯. গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কী নামে পরিচিত?

ক. Read Line

খ. Line Zero

গ. Yellow Zone

ঘ. Yellow Line

উত্তর: ঘ. Yellow Line

১০. সম্প্রতি অন্তর্বর্তী সরকার কোন দুটি দেশে বাংলাদেশের নতুন দুটি দূতাবাস খোলার প্রস্তাব অনুমোদন করেছে?

ক. আয়ারল্যান্ড, আর্জেন্টিনা

খ. অস্ট্রিয়া, সার্বিয়া

গ. হংকং, আর্মেনিয়া

ঘ. মাল্টা, সাইপ্রাস

উত্তর: ক. আয়ারল্যান্ড, আর্জেন্টিনা

১১. যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হিসেবে নির্বাচিত হয়েছেন—

ক. ফারিয়া ইয়াসমিন

খ. সোমা এস সাঈদ

গ. কামাল সিদ্দিকি

ঘ. আবুল হাসান শাহরিয়ার

উত্তর: খ. সোমা এস সাঈদ

১২. বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে?

ক. কাজী হাবিবুল আউয়াল

খ. সোহরাব হোসাইন

গ. এ এম এম নাসির উদ্দীন

ঘ. আব্দুর রহমানেল মাছউদ

উত্তর: গ. এ এম এম নাসির উদ্দীন

আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি২১ ঘণ্টা আগে

১৩. ‘রাকেফেত’ কারাগার কোন দেশে অবস্থিত?

ক. সিরিয়া

খ. ইসরায়েল

গ. আফগানিস্তান

ঘ. মেক্সিকো

উত্তর: খ. ইসরায়েল

১৪. সম্প্রতি অত্যাধুনিক যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’ ক্রয়ে বাংলাদেশ কোন দেশের সঙ্গে চুক্তি সাক্ষর করেছে?

ক. ফ্রান্স

খ. জার্মানি

গ. ইতালি

ঘ. যুক্তরাষ্ট্র

উত্তর: গ. ইতালি

১৫. যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম ‘শাটডাউন’ কত দিন স্থায়ী ছিল?

ক. ৩৩ দিন

খ. ৪৩ দিন

গ. ৪০ দিন

ঘ. ৩৮ দিন

উত্তর: ৪৩ দিন

আরও পড়ুনবায়রাকতার কিজিলেলমা–ডিটওয়া–বুটানটান-ডিভি কী০৪ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • রাকেফেত কারাগার–ইয়েলো লাইন–ফেলানী অ্যাভিনিউ কী