নড়াইলের কালিয়া উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষ হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলিমপুর গ্রামে ঠান্ডু মোল্যার সঙ্গে জনি মোল্যার গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঠান্ডু মোল্যা গ্রুপের লোকজন ঢাল, সড়কি, রাম দা, ইটপাটকেল নিয়ে জনি মোল্যার গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় সংঘর্ষে দুই পুলিশ সদস্য চন্দন সাহা ও সজল, সিলিমপুর গ্রামের কাদের মোল্যা, জনি মোল্যা, হাসিম মোল্যা, তোতা মোল্যা, বনি মোল্যা, আনিস মোল্যাসহ আটজন আহত হয়েছে। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত সাসিম মোল্যাকে (৩৬) প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাসিম মোল্যা সিলিমপুর গ্রামের আবেদ মোল্যার ছেলে।

আরো পড়ুন:

পাওনা টাকা নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৪

সুনামগঞ্জে সংঘর্ষ চলাকালে মৃত্যু, গুজব বলছে পুলিশ

এ সময় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২০ রাউন্ড গুলি, একটি শ্যুটারগান উদ্ধার করেছে। সিলিমপুর গ্রামের মৃত আহমেদ মোল্যার ছেলে সিরাজ মোল্যা (৪২) ও একই গ্রামের মকবুল শেখের ছেলে আজিজার শেখ (৫৫) আটক করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সিলিমপুর গ্রামে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। তবে অস্ত্র উদ্ধার ও নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/শরিফুল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ ন হত স ঘর ষ উপজ ল

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ