ঢাকা শহরের কথা ভাবলে মনে পড়ে, একটি শহুরে শিশুর অলিগলিতে ছুটে বেড়ানো শৈশব। সকালবেলা সাইকেলের প্যাডেলে দৈনিক পত্রিকা বিলানো অথবা মুরগি-সবজি বেচার জন্য দূর থেকে ভেসে আসা হাঁক। ধীরে ধীরে শৈশব পেরিয়ে কৈশোর, কৈশোর পেরিয়ে যৌবনে পৌঁছাতেই ঢাকা হয়ে উঠল কাঠখোট্টা। ট্রাফিকের ক্যাকোফোনি, ভ্যাপসা গরম, উঁচু উঁচু অপরিকল্পিত দালান, ধুলাবালু আরও কত কী একে একে ভিড় করতে লাগল ঢাকায়। উন্নত জীবনের খোঁজে আসা মানুষের ঢল ঠেকাতে কত রকমের পরিকল্পনা, চেষ্টা। কিন্তু অনিয়মের বেড়াজালে গড়ে ওঠা গোটা শহরটাকে তো বদলানো সহজ কথা নয়।

তারপর নতুন নকশা ও পরিকল্পনা নিয়ে হাজির হয় বাংলাদেশ সেনাবাহিনী। তারা এক ‘ফিউচারিস্টিক সিটি’ নির্মাণের নকশা উপস্থাপন করে, যেটি কিনা হবে ভবিষ্যতের স্মার্ট ঢাকা, নাম ‘জলসিঁড়ি আবাসন প্রকল্প’। আর এই স্মার্ট উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শেলটেক (প্রা.

) লিমিটেড।

১৬০টির বেশি অ্যাপার্টমেন্টের নির্মাণকাজ শুরু করেছে শেলটেক (প্রা.) লিমিটেড

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ