সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় তীর্থস্থান হচ্ছে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকা। এখানকার পুরাতন ব্রহ্মপুত্র নদে স্নান করার মাধ্যমে পাপ মোচন হয় বলে বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। সেই পূণ্যস্থান নিয়ে এবার বিভক্তি ছড়িয়ে পড়েছে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। 

আসন্ন মহাতীর্থ লাঙ্গলবন্দ পূণ্য স্নান আয়োজন নিয়ে পাল্টাপাল্টি দুটি কমিটির মাঝে দেখা দিয়েছে উত্তেজনা। এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে সনাতন ধর্মালম্বী সকলের মাঝে। যার বহিঃপ্রকাশ ঘটেছে বুধবার ১৯ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায়।

খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দ পূণ্য স্নান উৎসব আয়োজনে একটি কমিটি রয়েছে যা দীর্ঘদিন যাবত অত্যন্ত সফলভাবে এই আয়োজনটি করে আসছে। এই কমিটির সভাপতি সরোজ কুমার সাহা এবং সাধারণ সম্পাদক অশোক কর্মকার।

এই কমিটি আর সাথে পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিলেমিশে এই স্নান উৎসব আয়োজন করে আসছে অনেক বছর যাবত। কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে আরেকটি পক্ষ এই পূণ্য স্নান আয়োজনে স্বঘোষিত একটি কমিটি ঘোষণা করে আর এরপর থেকেই শুরু হয় বিভক্তি আর উত্তেজনা।

সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন, নারায়ণগঞ্জের সনাতন সম্প্রদায়ের মাঝে দীর্ঘদিন যাবত যে ঐক্য বিরাজ করছিলো তা ভেঙ্গে বিভক্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে । ৫ আগষ্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি মহল এই বিভক্তির বিষবাস্প ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে যা নারায়ণগঞ্জের সনাতন সম্প্রদায়ের লোকজন ভালো চোখে দেখছে না।

ঘটনা সূত্রে প্রকাশ, নারায়ণগঞ্জের মানুষ  সব সময়ই শান্তিপ্রিয়। সকল ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করে আসছে। সেইসাথে সকল ধর্মের উৎসব পার্বনও এখানে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পালন করা হয়ে থাকে।

এখানে পবিত্র রমজান মাসে শারদীয় দূর্গাপূজা পালিত হয়েছে, কোথাও কোনো ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি। সাম্প্রদায়ীক সম্প্রীতির এই অনন্য নজির নারায়ণগঞ্জে চলে আসছে সুদীর্ঘকাল যাবত।

নারায়ণগঞ্জের সনাতন সম্প্রদায়ের সমস্যা সমাধানে দুটি সংগঠন সবসময় সক্রিয় ভূমিকা পালন করে এসেছে। এর একটি হলো পূজা উদযাপন পরিষদ আরেকটি হলো হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন থেকে শুরু করে হিন্দু সম্প্রদায়ের নানা সমস্যা সমাধানে প্রশাসন ও সরকারের সাথে সমন্বয় সাধনের কাজটি সব সময়ই অত্যন্ত দক্ষতার সাথে করে এসেছে এই সংগঠন দুটি।

এছাড়া নারায়ণগঞ্জের বন্দর থানয় অবস্থিত হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান তীর্থস্থান লাঙ্গলবন্দের অষ্টমী স্নান উদযাপনের জন্যেও একটি কমিটি রয়েছে যা দীর্ঘকাল যাবত এই স্নান কাজ পরিচালিত করে আসছে। সকল সরকারের আমলেই তারা মিলে মিশে তাদের দায়িত্ব পালন করে আসছে।

নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলে জানা গেছে, গত ৫ আগষ্টের পরপর পরিবর্তিত পরিস্থিতিতে নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের মাঝে যে আতঙ্ক বিরাজ করছিলো তা দুর করতে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করেছেন।

নারায়ণগঞ্জ বিএনপি, জমায়াত, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলনসহ সমমনা রাজনৈতিক দলগুলো নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে হিন্দু ধর্মের উপাসনালয় ও তাদের বাড়িঘর পাহারা দেওয়ার বন্দোবস্ত করেছেন যাতে করে তাদের মন থেকে সেই আতঙ্ক দুর হয়েছে এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছেন।

তাদের মতে, ৫ আগষ্টের পর একটি নতুন চক্র সক্রিয় হয়ে উঠেছে নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের এই ঐক্য বিনষ্ট করার জন্যে। তাদেরকে ইতিপূর্বে কখনো মাঠে দেখা যায়নি। হিন্দু সম্প্রদায়ের প্রান্তিক জনগোষ্ঠি তাদের দু:সময়ে এদেরকে কখনো পাশে পাননি। এসব ভূইফোড় নেতাদের ৫ আগষ্টের পর উদ্ভব হয়েছে।

তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্যে আমাদের মাঝে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে। যার প্রমাণ পাওয়া গেছে ইতিমধ্যে। গত কিছুদিন পূর্বে লাঙ্গলবন্দের স্নান উৎসব উদযাপনের জন্যে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে অথচ আমাদের আগেরই একটি কমিটি রয়েছে যারা বিগত সময়গুলোতে অত্যন্ত সফলভাবে স্নান উৎসব আয়োজন করে আসছে।

বিভক্তি কখনো কল্যাণ বয়ে আনেনা। আর যারা বিভক্তি সৃষ্টি করছে তাদেরকে বিগত সময়ে কখনো আমাদের সুখ দু:খে পাওয়া যায়নি। আমরা এ বিভক্তি চাই না, আমরা চাই ঐক্য। আমরা চাই সকলে মিলেমিশে নারায়ণগঞ্জে সুখে শান্তিতে বসবাস করতে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র স ন ন উৎসব ল ঙ গলবন দ ৫ আগষ ট র র জন য

এছাড়াও পড়ুন:

‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি

‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল  সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।

সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে  একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য। 

সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের  গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র‍্যাব, বিজিবি,  সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।

‎‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

‎দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

‎‎জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।

‎‎এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।

‎‎তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।

‎‎এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
  • কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
  • কারও কোনো অপরাধ নাই
  • বিশ্বকর্মা পূজা: গাঙ্গেয় শিল্পের উৎসব
  • আজ থেকে বুসান উৎসব, নানাভাবে রয়েছে বাংলাদেশ
  • ‎সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব : ডিসি
  • ‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
  • ঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড
  • ২০০ বছরের ঐতিহ্য নিয়ে ভোলার বৈষা দধি
  • শেষ হলো সপ্তম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫