ন্যায়বিচার নির্বাসনে, শিক্ষাব্যবস্থা ভাঙাচোরা: জামায়াতের আমির
Published: 19th, March 2025 GMT
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশে ন্যায়বিচার নির্বাসনে। এখানে সাধারণত রাজনৈতিকভাবে মোটিভেটেড (উদ্দেশ্যপ্রণোদিত) হয়ে বিচারের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। দেশের শিক্ষাব্যবস্থা ভাঙাচোরা। যার বৈশ্বিক কোনো মান নেই।
বুধবার হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ কথা বলেন শফিকুর রহমান।
জামায়াতের আমির বলেন, ‘যে সমাজে দুটি জিনিস নিশ্চিত হয়, সে সমাজ দুনিয়ার বুকে মর্যাদার সঙ্গে বুক ফুলিয়ে দাঁড়াতে পারে। একটা উন্নত শিক্ষা, আরেকটা হচ্ছে সামাজিক ন্যায়বিচার। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের দেশে দুটি বিষয়ই চরমভাবে ক্ষতিগ্রস্ত। ন্যায়বিচার নির্বাসনে। আর শিক্ষাব্যবস্থা ভাঙাচোরা। না আছে এর নৈতিক ভিত্তি, না আছে তার কোনো বৈশ্বিক মান। কিছুই নেই।’
শফিকুর রহমান আরও বলেন, সমাজের অনেক জায়গায় সমস্যা আছে। কিন্তু এই বিচারব্যবস্থা সংস্কার করতে পারলে সমাজের অর্ধেক যন্ত্রণা কমে যাবে। আর বাকি অর্ধেক সবাই মিলে দূর করা যাবে।
ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম, লইয়ার্স কাউন্সিলের সভাপতি জসিম উদ্দিন সরকার ও সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র রহম ন ব যবস থ র আম র
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে