জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশে ন্যায়বিচার নির্বাসনে। এখানে সাধারণত রাজনৈতিকভাবে মোটিভেটেড (উদ্দেশ্যপ্রণোদিত) হয়ে বিচারের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। দেশের শিক্ষাব্যবস্থা ভাঙাচোরা। যার বৈশ্বিক কোনো মান নেই।

বুধবার হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ কথা বলেন শফিকুর রহমান।

জামায়াতের আমির বলেন, ‘যে সমাজে দুটি জিনিস নিশ্চিত হয়, সে সমাজ দুনিয়ার বুকে মর্যাদার সঙ্গে বুক ফুলিয়ে দাঁড়াতে পারে। একটা উন্নত শিক্ষা, আরেকটা হচ্ছে সামাজিক ন্যায়বিচার। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের দেশে দুটি বিষয়ই চরমভাবে ক্ষতিগ্রস্ত। ন্যায়বিচার নির্বাসনে। আর শিক্ষাব্যবস্থা ভাঙাচোরা। না আছে এর নৈতিক ভিত্তি, না আছে তার কোনো বৈশ্বিক মান। কিছুই নেই।’

শফিকুর রহমান আরও বলেন, সমাজের অনেক জায়গায় সমস্যা আছে। কিন্তু এই বিচারব্যবস্থা সংস্কার করতে পারলে সমাজের অর্ধেক যন্ত্রণা কমে যাবে। আর বাকি অর্ধেক সবাই মিলে দূর করা যাবে।

ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম, লইয়ার্স কাউন্সিলের সভাপতি জসিম উদ্দিন সরকার ও সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র রহম ন ব যবস থ র আম র

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ