কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এরই অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে সিটি করপোরেশনে অভিযান চালানো হয়।

এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সর্বশেষ দুটি অর্থবছরে কার্যাদেশ পাওয়া ৩১টি দরপত্রের নথিপত্র চাওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানটির নাম এন এস গ্যালারি এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। তিনি কুমিল্লা সদর আসনের সাবেক এমপি হাজি আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী।

দুদকের সহকারী পরিচালক মাসুম আলী জানান, দুর্নীতি দমন কমিশন ঢাকা কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা সিটি করপোরেশনে এন এস গ্যালারির গত দুই অর্থবছরে ৩১টি দরপত্রের নথিপত্র চাওয়া হয়েছে। কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। অবশিষ্ট কাগজপত্র বৃহস্পতিবার সরবরাহ করার কথা ।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ছামছুল আলম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এন এস গ্যালারির বিষয়ে দুদককে কিছু তথ্য দেওয়া হয়েছে। বাকি তথ্য বৃহস্পতিবার দেওয়া হবে। দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইজিপি দরপত্রে অনিয়মের সুযোগ নেই। এর পরও যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে প্রকৌশল বিভাগ ভালো বলতে পারবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দরপত র

এছাড়াও পড়ুন:

ডিসেম্বরে ১০ দিনে প্রবাসী আয় ১২৯ কোটি ডলার

চলতি ডিসেম্বর মাসের ১০ দিনে দেশে বৈধ পথে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যা ১৫ হাজার ৭৩৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা) অতিক্রম করেছে। প্রতিদিন গড়ে দেশে আসছে ১২ কোটি ৯০ লাখ ডলার বা এক হাজার ৫৭৩ কোটি ৮০ লাখ টাকার প্রবাসী আয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, অর্থপাচারে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে।এ কারণে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে।

চলতি অর্থবছরের নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার, অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, আগস্ট মাসে ২৪২ কোটি ২০ লাখ ডলার, জুলাই মাসে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে ২১৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার, ডিসেম্বর মাসে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, জানুয়ারি মাসে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার এবং ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ডলার, মে মাসে ২৯৭ কোটি মার্কিন ডলার এবং জুন মাসে ২৮২ কোটি ১২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

ঢাকা/নাজমুল/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • ড্রাগন ফল বিক্রি করে কারও আয় ১০ লাখ, কারও ১৫ লাখ টাকা
  • বিদ্যালয়ের ভবন বানাতে পাহাড়ে কোপ, দরপত্র বাতিলের সিদ্ধান্ত
  • ডিসেম্বরে ১০ দিনে প্রবাসী আয় ১২৯ কোটি ডলার