কুসিকের কাজের অনিয়ম তদন্তে দুদকের অভিযান
Published: 20th, March 2025 GMT
কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এরই অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে সিটি করপোরেশনে অভিযান চালানো হয়।
এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সর্বশেষ দুটি অর্থবছরে কার্যাদেশ পাওয়া ৩১টি দরপত্রের নথিপত্র চাওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানটির নাম এন এস গ্যালারি এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। তিনি কুমিল্লা সদর আসনের সাবেক এমপি হাজি আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী।
দুদকের সহকারী পরিচালক মাসুম আলী জানান, দুর্নীতি দমন কমিশন ঢাকা কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা সিটি করপোরেশনে এন এস গ্যালারির গত দুই অর্থবছরে ৩১টি দরপত্রের নথিপত্র চাওয়া হয়েছে। কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। অবশিষ্ট কাগজপত্র বৃহস্পতিবার সরবরাহ করার কথা ।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ছামছুল আলম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এন এস গ্যালারির বিষয়ে দুদককে কিছু তথ্য দেওয়া হয়েছে। বাকি তথ্য বৃহস্পতিবার দেওয়া হবে। দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইজিপি দরপত্রে অনিয়মের সুযোগ নেই। এর পরও যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে প্রকৌশল বিভাগ ভালো বলতে পারবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: দরপত র
এছাড়াও পড়ুন:
সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে কমিটি
সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (গভর্নেন্স পারফরমেন্স মনিটরিং সিস্টেম- জিপিএমএস)’ বাস্তবায়নে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে তিন সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করেছে সরকার।
সম্প্রতি এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমিটিতে বাকি দুই সদস্য হলেন, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সরকারি কাজের জবাবদিহিতা, দক্ষতা ও জনকল্যাণ নিশ্চিতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূল্যায়নের নতুন পদ্ধতি চালু হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) পরিবর্তে নতুন সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) চালু করা হয়েছে। এই জিপিএমএস বাস্তবায়নে উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিব কমিটিকে সহায়তা করবেন। তাছাড়া, মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
এ কমিটি জিপিএমএস বাস্তবায়নের বিষয়ে সার্বিক দিক-নির্দেশনা দেবে। মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএসে সেকশন ১-এর আওতায় প্রস্তুত করা পরিকল্পনা অনুমোদন দেবে এবং অর্থবছর শুরুর আগে মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএস পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত করবে এ কমিটি।
এছাড়া, প্রতি অর্থবছর শেষে মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএসের সার্বিক মূল্যায়ন পর্যালোচনা করে সুপারিশ দেবে। জিপিএমএস বিষয়ে সরকারের দেওয়া অন্য যেকোনো দায়িত্ব পালন করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা