ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশু রায়হান মল্লিকের (১০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টায় নলছিটির দপদপিয়া লঞ্চঘাট এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।

খবর পেয়ে শিশুটির বাবা মোহাম্মদ আলী মল্লিক এসে লাশ শনাক্ত করেন। গত মঙ্গলবার ভোরে ঝালকাঠি নলছিটির গৌড়িপাশা এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি মিতাল-৫–এর ধাক্কায় নৌকা ডুবে রায়হান নিখোঁজ হয়। প্রতিবেশী জেলে বিপ্লবের সঙ্গে সে মাছ ধরা দেখতে গিয়েছিল। লঞ্চের সঙ্গে ধাক্কা লাগার পর বিপ্লব নদী সাঁতরে অন্য নৌকায় ওঠেন। তবে নিখোঁজ হয় রায়হান।

আরও পড়ুনসুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকাডুবি, শিশু নিখোঁজ১৮ মার্চ ২০২৫

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন

হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়। 

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।

এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।

ঢাকা/নঈমুদ্দীন/টিএই

সম্পর্কিত নিবন্ধ