আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়টিকে ঘিরে গত দুই দিনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এ পরিস্থিতি আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক।

আমরা মনে করি, আওয়ামী লীগ গত ১৫ বছর অবৈধভাবে শাসনক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। এ সময়ে তারা অকল্পনীয় দুর্নীতি ও অর্থ পাচার করেছে। দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতি—সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে। এ মুহূর্তে সবচেয়ে অগ্রাধিকার হওয়া উচিত আওয়ামী লীগের গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও লুটপাটের বিচার হওয়া। আমরা মনে করি, এটাই অগ্রাধিকার পাওয়া দরকার। এরপর আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কি না বা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে কি না, সেই প্রশ্ন আসে।

আমরা মনে করি, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিস্থিতি যেন কোনোভাবে সংঘাতময় না হয়। সে জন্য জাতিকে সজাগ ও সতর্ক থাকা উচিত। এ ব্যাপারে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানাই।

একই সঙ্গে আমরা মনে করি, বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত সংস্কার যথাশিগগিরই সম্ভব সম্পন্ন করা এবং দেশকে নির্বাচনমুখী করা।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের: নায়েবে আমির, জামায়াতে ইসলামী

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর স থ ত আওয় ম

এছাড়াও পড়ুন:

১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন

ঢাকার কেরানীগঞ্জের আগানগরে জমেলা টাওয়ারে লাগা আগুন ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আগুন লাগা ভবনে আটকেপড়া ৪৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস৷

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের ডাইরেক্টর (অপারেশন) তাইজুল ইসলাম। এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে ১২ তলা ওই ভবনের নিচতলায় আগুন লাগে।

আরো পড়ুন:

কৃষিজমি ক্ষতির শঙ্কায় ভেকুসহ মোটরসাইকেলে অগ্নিসংযোগ

সুনামগঞ্জে আগুনে পুড়ল ৭ ঘর 

তাইজুল ইসলাম বলেন, ‘‘আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরো ১০টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনের বিভিন্ন ফ্লোরে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘ভবনের ভেতরে বিপুল পরিমাণ দাহ্য বস্তু থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে রবিবার পর্যন্ত সময় লাগতে পারে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হবে এবং আগুন সম্পূর্ণ নির্বাপণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’’

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘‘এখনই সূত্রপাত বলা যাবে না, আগে আগুন নিয়ন্ত্রণ করব, তারপর সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।’’

ঢাকা/শিপন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ