আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়টিকে ঘিরে গত দুই দিনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এ পরিস্থিতি আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক।

আমরা মনে করি, আওয়ামী লীগ গত ১৫ বছর অবৈধভাবে শাসনক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। এ সময়ে তারা অকল্পনীয় দুর্নীতি ও অর্থ পাচার করেছে। দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতি—সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে। এ মুহূর্তে সবচেয়ে অগ্রাধিকার হওয়া উচিত আওয়ামী লীগের গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও লুটপাটের বিচার হওয়া। আমরা মনে করি, এটাই অগ্রাধিকার পাওয়া দরকার। এরপর আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কি না বা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে কি না, সেই প্রশ্ন আসে।

আমরা মনে করি, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিস্থিতি যেন কোনোভাবে সংঘাতময় না হয়। সে জন্য জাতিকে সজাগ ও সতর্ক থাকা উচিত। এ ব্যাপারে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানাই।

একই সঙ্গে আমরা মনে করি, বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত সংস্কার যথাশিগগিরই সম্ভব সম্পন্ন করা এবং দেশকে নির্বাচনমুখী করা।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের: নায়েবে আমির, জামায়াতে ইসলামী

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর স থ ত আওয় ম

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ