বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) নতুন চেয়ারপারসন হলেন পারভীন মাহমুদ। তিনি সদ্য প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর পদে স্থলাভিষিক্ত হলেন।

আজ রোববার আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন পারভীন মাহমুদ। এর আগে তিনি এমজেএফের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

পারভীন মাহমুদ বাংলাদেশের আর্থিক ও উন্নয়ন খাতের একজন পথিকৃৎ। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রথম নারী প্রেসিডেন্ট। সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের প্রথম নারী বোর্ড সদস্য এবং প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্ণাঢ্য ক্যারিয়ারে উন্নয়ন ও বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পারভীন মাহমুদ। ক্যারিয়ারের শুরুতে তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে কাজ করেন। এরপর তিনি এসিএনএবিআইএন অ্যান্ড কো.

, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শাশা গার্মেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং আরডিআরএস বাংলাদেশের চেয়ারপারসন।

পারভীন মাহমুদ ম্যারিকো বাংলাদেশ, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পারভীন মাহমুদ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। সম্প্রতি তিনি লিডারশিপ ইন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ক্যাটাগরিতে টপ ৫০ প্রফেশনাল অ্যান্ড ক্যারিয়ার উইমেন অ্যাওয়ার্ড ২০২৩–শ্রীলঙ্কা অর্জন করেন। এর আগে তিনি অনন্যা শীর্ষ ১০ সম্মাননা ২০১৯, বেগম রোকেয়া শাইনিং পারসোনালিটি অ্যাওয়ার্ড (২০০৬), জয়া আলোকিত নারী পুরস্কার (২০১৮) এবং বেসিস ও বোল্ড থেকে নারীর ক্ষমতায়নে অবদানের জন্য পুরস্কার পেয়েছেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।

এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।

নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ