বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য কলেজভিত্তিক প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অনেকে নির্ধারিত সময়ে নিশ্চায়ন করেননি। এতে আসন শূন্য হওয়ায় অপেক্ষমাণ তালিকা থেকে প্রাথমিকভাবে ৮২৭ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করে কলেজভিত্তিক তালিকা প্রকাশিত হয়েছে। তাঁদের আগামীকাল মঙ্গলবারের মধ্যে দ্বিতীয় পর্যায়ের নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ মার্চ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে মেধা ও পছন্দের ভিত্তিতে কলেজভিত্তিক প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হয়েছিল। শিক্ষার্থীদের প্রাথমিক নিশ্চায়নের শেষ তারিখ ছিল ১৯ মার্চ। নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করায় আসন শূন্য হওয়ার পরিপ্রেক্ষিতে অপেক্ষমাণ তালিকা থেকে প্রাথমিকভাবে ৮২৭ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করে কলেজভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে। তাঁদের দ্বিতীয় নিশ্চায়নের শেষ তারিখ কাল। কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ে যদি নিশ্চায়ন না করেন অর্থাৎ তাঁর জন্য বরাদ্দ করা আসনটি নিশ্চিত না করেন, তাহলে বরাদ্দ করা আসনটি শূন্য বলে ধরে নেওয়া হবে।

আরও পড়ুনআইডিবি দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে হাতখরচের অর্থ২৩ মার্চ ২০২৫

ভর্তি নিশ্চায়ন না করায় ওই শিক্ষার্থীকে পরবর্তী সময় বেসরকারি অন্য কোনো মেডিকেল কলেজে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। প্রথমবার নিশ্চায়নকারী শিক্ষার্থীদের দ্বিতীয় নিশ্চায়নের প্রয়োজন নেই।

নিশ্চায়নের পদ্ধতি

দ্বিতীয় নিশ্চায়নের সময়: টেলিটকের প্রিপেইড মুঠোফোনের Message অপশনে গিয়ে MBBSNG লিখে স্পেস দিয়ে User ID লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরণ: MBBSNG FRLGCT টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে FRLGCT হলো ফরম পূরণ করে পাওয়া User ID ফিরতি SMS–এ একটি PIN, প্রার্থীর নাম ও নিশ্চায়ন ফি হিসেবে ১০০/- (একশত) টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি দেওয়ার জন্য নিম্নোক্তভাবে 16222 নম্বরে SMS পাঠাতে হবে: Message অপশনে গিয়ে MBBSNG লিখে, স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে।

উদাহরণ: MBBSNG YES 456789 টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে 456789 হলো আগের ফিরতি SMS–এ পাওয়া PIN নম্বরটি সঠিকভাবে লেখা হলে উক্ত টেলিটকের প্রিপেইড মুঠোফোন থেকে নিশ্চায়ন ফি বাবদ ১০০/- (একশত) টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে ফিরতি SMS–এ আবেদন নিশ্চিত করা হবে।

আরও পড়ুনপেছাল গণিত পরীক্ষা, এসএসসি-২০২৫-এর নতুন রুটিন প্রকাশ১৯ মার্চ ২০২৫

উদাহরণ: MBBSNG YES 456789 টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে 456789 হলো আগের ফিরতি SMS–এ পাওয়া PIN নম্বর। PIN নম্বরটি সঠিকভাবে লেখা হলে উক্ত টেলিটকের প্রিপেইড মুঠোফোন থেকে নিশ্চায়ন ফি বাবদ ১০০/- (একশত) টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে ফিরতি SMS–এ আবেদন নিশ্চিত করা হবে।

নিশ্চায়নের পদ্ধতি ও তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিলে ১৫০০০ এবং পিএইচডিতে ২০০০০, আবেদনের সময় আরও বৃদ্ধি২৩ মার্চ ২০২৫আরও পড়ুনসরকারি মেডিকেল কলেজে ২য় দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা প্রকাশ২ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ড ক ল কল জ ব সরক র র জন য

এছাড়াও পড়ুন:

দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না

মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম হয়েছে মন্তব্য করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, এই দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।

আজ শুক্রবার সুপ্রিম কোর্ট বারের হলরুমে ‘বাংলাদেশে মানবাধিকার সংকট ও আইনি প্রতিকার পাওয়ার পথ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেড আই খান পান্না। সেমিনারটির আয়োজন করে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস (এইচআরসিবিএম), বাংলাদেশ চ্যাপ্টার।

বক্তব্যে জেড আই খান পান্না বলেন, ‘এখানে সংখ্যালঘুর কথা বলা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এখন আমি সবচেয়ে বেশি সংখ্যালঘু। আজ মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেখি, জুতা দিয়ে বাড়ি দিতে দেখি, কিন্তু কিছু করতে পারি না। তাই আমি সবচেয়ে বড় অসহায়।’

এসব কথা বলতে বলতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না কেঁদে ফেলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, জীবনে কখনো জেনে-বুঝে অন্যায়ের সঙ্গে আপস করেননি। যাঁরা মুক্তিযুদ্ধকে ধারণ করেন, তাঁদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

জেড আই খান পান্না আরও বলেন, ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কারও সঙ্গে এর তুলনা চলে না। এটা সাম্প্রদায়িকতার দেশ না। সংবিধানে যেন কেউ হাত না দেয়। সরকারের অনেকেই বিদেশি হয়েও স্বদেশি ভাব দেখাচ্ছেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের মৌলিক অধিকার ও মানবাধিকার যেন নিঃশেষ হয়ে গেছে। সমাজে ন্যায়বিচার বা সুবিচার পাওয়ার কথা থাকলেও তা মিলছে না। সংখ্যালঘুদের ওপর হামলার বিচার হয় না। কেউ কেউ ধরা পড়লেও পরে বেরিয়ে যায়।

সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন কুমার রায় বলেন, সব সরকারের আমলেই বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত। বর্তমান নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের আমলেও সবচেয়ে বেশি উপেক্ষিত সংখ্যালঘু জনগোষ্ঠী। সংস্কার কমিশনে সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিত্ব নেই। রংপুরসহ বিভিন্ন এলাকায় হামলা হলেও সরকারের কোনো প্রতিক্রিয়া আসে না, এমনকি দুঃখও প্রকাশ করে না।

গত বছরের ৫ আগস্টের পর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রেক্ষিতে প্রতিবাদ শুরু হলে তা দমন করতেই ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে সুমন কুমার দাবি করেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সনাতনী সম্প্রদায়ের বাক্‌স্বাধীনতা বন্ধ করতে, নেতৃত্ব দমন করতে এসব করা হচ্ছে।

সেমিনারে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জে কে পাল। সঞ্চালনায় ছিলেন এইচআরসিবিএমের বাংলাদেশ চ্যাপটারের আহ্বায়ক লাকি বাছাড়। সেমিনারে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ ও মো. গোলাম মোস্তফা।

সম্পর্কিত নিবন্ধ