ঘরে রুমে খেলাধুলা করার সময় শিশুর থেকে ধাক্কা লেগে দরজা লকড (তালাবদ্ধ) হয়ে যাওয়ায় ভেতরে আটকা পড়ে তাহসিফ আরমান শাফি নামের ২ বছর ৯ মাস বয়সী এক শিশু। তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

আজ সোমবার বেলা ১২টার দিকে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের পাহাড়িকা হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া শিশু শাফি উল্লেখিত এলাকার ভাই ভাই প্যালেস নামক ভবনে বসবাসকারী একটি প্রাইভেট কোম্পানির মার্কেটিং অফিসার সাইদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, সকাল নয়টার দিকে উল্লেখিত ভবনের দ্বিতীয় তলার বাসায় শাফি খেলাধুলা করার সময় তার ধাক্কা লেগে রুমে দরজার লক পড়ে ভেতরে আটকা পড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও লক খুলতে না পারায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে ২০ মিনিটের মধ্যে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লিডার বিভূতি বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ প্রায় ৩০ মিনিট চেষ্টার পর ওই দরজার লক খুলে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শিশুর বাবা সাইদুর রহমান বলেন, আমার ছেলে প্রতিদিনের ন্যায় আজও রুমে খেলাধুলা করার সময় তার ধাক্কা লেগে দরজা লকড হয়ে যায়। পরে আমরা সব রকম চেষ্টা করেও দরজার লক খুলতে পারিনি। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে প্রায় ২০ মিনিটের মধ্যে দরজার লক খুলতে সক্ষম হয়।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান বলেন, রুমে খেলাধুলা করার সময় দরজা লক হয়ে শিশু আটকে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দরজার লক খুলে শিশুকে উদ্ধার করা হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উদ ধ র কর র সময়

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন

সম্পর্কিত নিবন্ধ