সাত-আট মাস পর জাতীয় নির্বাচনের প্রত্যাশা নুরের
Published: 25th, March 2025 GMT
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রায় সাত মাস হয়ে গেছে। আর সাত থেকে আট মাস পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এই সময়টা রাজনৈতিক আত্মশুদ্ধির সময়। এই সময়টাকে কাজে লাগিয়ে ভালো মানুষকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে। যে নেতারা ‘খাই, খাই’ শুরু করেছেন, জনগণের কাছে তাদের ঠাঁই হবে না।
মঙ্গলবার দশমিনায় বেগম আরেফাতুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ভিপি নুর বলেন, মাদক নির্মূল করার প্রতিশ্রুতি দেন অধিকাংশ রাজনৈতিক নেতা। তারাই আবার মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেন। এ কারণে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব হচ্ছে না।
উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য দেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সহিদুল ইসলাম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক খায়রুল আলম, দশমিনা উপজেলা বিএনপির সহসভাপতি ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র ল হক ন র উপজ ল
এছাড়াও পড়ুন:
হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন নুর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতাল ছাড়েন।
আরো পড়ুন:
নুরের শর্ট টাইম মেমোরি লস হয়নি: ঢামেক পরিচালক
গণঅধিকারের সমাবেশে বিভিন্ন দলের নেতা: জাতীয় পার্টিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি জানিয়ে বলেন, “নুরুল হক নুরকে হাসপাতালের ভিআইপি কেবিন-১ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। পরে বিকেল পোনে ৫টার দিকে অ্যাম্বুলেন্সে করে তিনি নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন।”
এর আগে গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন রাত সোয়া ৯টার দিকে সংঘর্ষ হয়, এতে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
নুরুল হক নুরকে প্রথমে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি প্রায় ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা/এসবি