শিশুকে ধর্ষণ, বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
Published: 26th, March 2025 GMT
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বৃদ্ধের বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার বিকেলে ভুক্তভোগী শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেছেন। অভিযুক্ত রেজাউল করিম (৬০) ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রেজাউল শিশুটির বাড়ির পাশে একটি মুদি দোকান চালান। সোমবার সকালে আশপাশের এলাকা নির্জন থাকায় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে নেয় রেজাউল। পরে দোকান ঘরের পেছনের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। আহত শিশুকে উদ্ধার করে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে ইউএনও সাজ্জাত হোসেন ও ওসি এনায়েত হোসেন শিশুটিকে হাসপাতালে দেখতে যান এবং চিকিৎসকের সঙ্গে কথা বলেন। চিকিৎসক নূর ই আজমির ঝিলিক ধর্ষণের আলামত রয়েছে জানিয়ে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা রেজাউলকে আটক করে গণপিটুনি দেন। এ সময় এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল করেন। থানার উপপরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বিক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করে রেজাউলকে থানায় নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, জনগণের রোষানল থেকে তারা অভিযুক্ত বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে যান। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ
রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।
ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।