আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়্যালসের শুরুটা মোটেও সুখকর হয়নি। দলীয় অধিনায়কত্বে পরিবর্তন এনে প্রথম তিনটি ম্যাচে নেতৃত্বের ভার দেওয়া হয় রিয়ান পরাগকে। কিন্তু তার অধীনে টানা দুটি পরাজয় দলের উপর চাপ বাড়িয়েছে। ঠিক এই সময়েই এক অদ্ভুত ঘটনা ঘটে। মাঠে ঢুকে এক ভক্ত রিয়ান পরাগের প্রতি শ্রদ্ধা জানান। যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অবশ্য ক্রিকেট বিশ্বে তারকাদের কাছ থেকে আশীর্বাদ নিতে মাঠে ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। কলকাতার ইডেন গার্ডেন্সেই একবার বিরাট কোহলির এক ভক্ত মাঠে ছুটে গিয়ে তাকে প্রণাম করেছিলেন। এরপর অবশ্য পুলিশ সেই ভক্তকে আটক করেছিল। এবার ঠিক তেমনই এক দৃশ্য দেখা গেল বর্ষাপাড়া স্টেডিয়ামে। তবে এবার কেন্দ্রবিন্দুতে ছিলেন রিয়ান পরাগ। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ চলাকালিন এক ভক্ত নিয়ম ভেঙে মাঠে ঢুকে পড়েন এবং রিয়ানের পা ছুঁয়ে প্রণাম করেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে।

নেটিজেনদের একাংশ এই ঘটনাকে স্বাভাবিকভাবে নিলেও অনেকে প্রশ্ন তুলেছেন, রিয়ানের মতো তুলনামূলক কম জনপ্রিয় খেলোয়াড়ের জন্য কেউ কেন মাঠে ঢুকবে? এমনকি কিছুজন দাবি করছেন, এটি পরিকল্পিত! এক ব্যক্তি রসিকতা করে লিখেছেন, “১০ হাজার টাকা দিয়ে ভক্ত ভাড়া করে মাঠে ঢোকালেন রিয়ান! তিনি চিরকাল লাইমলাইটে থাকতে ভালোবাসেন।”

আরো পড়ুন:

কিউদের বদলি অধিনায়ক ল্যাথামও চোটে

‘সতর্কতার সঙ্গে লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে তামিমকে’

এই বিতর্কের সূত্র ধরেই রিয়ানকে ট্রোল করা শুরু হয়।  

উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ১৫ বলে ২৫ রান করেন রিয়ান। তবে বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। তার পারফরম্যান্সের চেয়ে এখন বেশি আলোচনায় সেই বিতর্কিত ঘটনাই!

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ