ল্যাকমের মঞ্চে অনন্যা পান্ডের ঝলমলে উপস্থিতি ও ‘বাবু সংস্কৃতি’র ফিরে আসা
Published: 27th, March 2025 GMT
জমে উঠেছে ল্যাকমে ফ্যাশন উইক ২০২৫-এর আসর। গতকাল ২৬ মার্চ সাদা-কালোয় এক রঙিন রাত উপহার দিয়েছেন ডিজাইনার অনামিকা খান্না। তাঁর ক্যানভাসে সাদা-কালোর সঙ্গে ধরা পড়েছে হলুদ, নীল রঙের আঁচড়। আজ ২৭ মার্চ শুরুতেই নজর কেড়েছেন একঝাঁক নবীন ডিজাইনার। তবে ল্যাকমের দ্বিতীয় দিনে বাজিমাত করেছেন কলকাতার ডিজাইনার অভিষেক রায়। ল্যাকমের এই আসরে তিনি ফিরিয়ে এনেছেন বাংলার হারিয়ে যাওয়া বাবু সংস্কৃতিকে।
১ / ৭উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল য কম
এছাড়াও পড়ুন:
সবাইকে চমকে দিলেন জাস্টিন বিবার
কয়েক বছর ধরে জাস্টিন বিবার খবরের শিরোনাম হয়েছেন অসুস্থতা, কনসার্ট স্থগিত করা আর স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না—এমন সব বিষয় নিয়ে। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে বিবারের সঙ্গে গানের যেন অলিখিত একটা দূরত্ব তৈরি হয়েছিল। অবশেষে ভক্তদের চমকে দিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করলেন কানাডীয় গায়ক। কোনো পূর্বঘোষণা ছাড়াই বিবারের নতুন অ্যালবাম ‘সোয়্যাগ’ প্রকাশিত হয়েছে আজ। খবর বিবিসির
২০টি গানের অ্যালবামটিতে রয়েছে ‘ড্যাডজ লাভ’, ‘ডিভোশন’, ‘থেরাপি সেশন’-এর মতো গান, যেখানে উঠে এসেছে মানসিক স্বাস্থ্য নিয়ে সংগ্রামের গল্প। কয়েক বছর ধরেই মানসিক স্বাস্থ্য নিয়ে ভুগছেন গায়ক। মনে করা হচ্ছে, গানে গানে নিজের জীবনের গল্পই শ্রোতাদের সামনে হাজির করেছেন তিনি।
ইনস্টাগ্রামে অ্যালবামের প্রচারে বিবারকে দেখা গেছে স্ত্রী হেইলি বিবার ও তাঁদের সন্তানকে নিয়ে হাজির হতে। বিবারের ইনস্টাগ্রাম থেকে