রাফিনিয়া ‘বিড়ালছানা’, ভিনি ‘ট্রায়াথলেট’ ও রদ্রিগো ‘ভিটামিন সি খেলোয়াড়’
Published: 27th, March 2025 GMT
বুয়েনস এইরেসে ব্রাজিল গতকাল যে বিপর্যয়ের শিকার হয়েছে, তাতে তুমুল সমালোচনাই স্বাভাবিক। মনুমেন্তাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিক আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল। এর পর থেকেই সমালোচনা ও রসিকতার শিকার হচ্ছেন ব্রাজিলের খেলোয়াড়েরা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের একটি অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিক ব্রুনো হেদেরের সমালোচনা একটু অন্য রকম। রাফিনিয়া-ভিনিসিয়ুসদের তা মোটেই ভালো লাগার কথা নয়।
আরও পড়ুন‘মেসির সিদ্ধান্ত মেসিই নেবে’—আর্জেন্টাইন অধিনায়কের ২০২৬ বিশ্বকাপে খেলা না–খেলা নিয়ে স্কালোনি১১ ঘণ্টা আগেটিওয়াইসি স্পোর্টসের অনুষ্ঠান ‘প্রেসিও আলতা’য় কয়েক ঘণ্টার জন্য প্যানেলিস্ট হিসেবে ছিলেন হেদের। রাফিনিয়া, ভিনিসিয়ুস ও রদ্রিগোর সমালোচনা করে হেদের তাঁদের এমন কিছু নাম দিয়েছেন, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ব্রাজিলিয়ান এই সাংবাদিক রাফিনিয়াকে বলেন ‘বিড়ালছানা’ (কিটেন), ভিনিসিয়ুসকে বলেছেন ‘ট্রায়াথলেট’ এবং রদ্রিগো তাঁর চোখে ‘ভিটামিন সি খেলোয়াড়’।
ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় মো. হোসেন (৫৫) ও সায়াত শেখ (৩৫) নামে ২ জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছেন ট্রাকের চালক।
শুক্রবার (৯ মে) সকাল ১০ টার দিকে এ তথ্য জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম। এর আগে আজ ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকার আরিচামুখি লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হোসেন ভোলা জেলার চরফ্যাশন থানার উসমান নগর গ্রামের মৃত ফজল হক মুন্সির ছেলে ও সায়াত শেখ শরিয়তপুর জেলার জাজিরা থানার সদর আলী মাদবর কান্দি গ্রামের ধলু শেখের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬ টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাস যাত্রী নেওয়ার জন্য দাঁড়ায়। এসময় পিছন থেকে দ্রুত গতির একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে সায়াত শেখ ও হোসেন নামের দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সাভারের সুপার মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি সওগাতুল আলম বলেন, “এঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/সাব্বির/টিপু