বুয়েনস এইরেসে ব্রাজিল গতকাল যে বিপর্যয়ের শিকার হয়েছে, তাতে তুমুল সমালোচনাই স্বাভাবিক। মনুমেন্তাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিক আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল। এর পর থেকেই সমালোচনা ও রসিকতার শিকার হচ্ছেন ব্রাজিলের খেলোয়াড়েরা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের একটি অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিক ব্রুনো হেদেরের সমালোচনা একটু অন্য রকম। রাফিনিয়া-ভিনিসিয়ুসদের তা মোটেই ভালো লাগার কথা নয়।

আরও পড়ুন‘মেসির সিদ্ধান্ত মেসিই নেবে’—আর্জেন্টাইন অধিনায়কের ২০২৬ বিশ্বকাপে খেলা না–খেলা নিয়ে স্কালোনি১১ ঘণ্টা আগে

টিওয়াইসি স্পোর্টসের অনুষ্ঠান ‘প্রেসিও আলতা’য় কয়েক ঘণ্টার জন্য প্যানেলিস্ট হিসেবে ছিলেন হেদের। রাফিনিয়া, ভিনিসিয়ুস ও রদ্রিগোর সমালোচনা করে হেদের তাঁদের এমন কিছু নাম দিয়েছেন, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ব্রাজিলিয়ান এই সাংবাদিক রাফিনিয়াকে বলেন ‘বিড়ালছানা’ (কিটেন), ভিনিসিয়ুসকে বলেছেন ‘ট্রায়াথলেট’ এবং রদ্রিগো তাঁর চোখে ‘ভিটামিন সি খেলোয়াড়’।

ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তুসুকা গ্রুপের ছয় কারখানায় ৩ দিনের ছুটি ঘোষণা

কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তুসুকা গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

প্রতিষ্ঠানগুলো হলো- তুসুকা জিনস লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড এবং তুসুকা প্যাকেজিং লিমিটেড।

কারখানা গেটে সাঁটানো নোটিশে কর্তৃপক্ষ উল্লেখ করেছে, উল্লেখিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, কারখানার ভিতরে সুষ্ঠু কর্মপরিবেশ না থাকার কারণে ২১ এপ্রিল সোমবার হতে ২৩ এপ্রিল বুধবার পর্যন্ত ৩ দিন কারখানার সকল কার্যক্রম সাধারণ ছুটি হিসেবে বন্ধ থাকবে।

আরো পড়ুন:

শ্রমিকের আত্মহত্যা: ২ কর্মকর্তাকে অব্যাহতি, পরিবারকে সহায়তা 

খুলনায় ৩ ঘণ্টা বন্ধ ছিল বাস চলাচল

এদিকে, গত শনিবার থেকে তুসুকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এরই মধ্যে, ছয় কারখানায় ৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান বলেন, ‘‘শ্রমিকদের দাবি মেনে নিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। তবুও, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর পেছনে, বহিরাগতদের ইন্ধন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠান ৩ দিনের ছুটি দেওয়া হয়েছে।’’

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ