বুয়েনস এইরেসে ব্রাজিল গতকাল যে বিপর্যয়ের শিকার হয়েছে, তাতে তুমুল সমালোচনাই স্বাভাবিক। মনুমেন্তাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিক আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল। এর পর থেকেই সমালোচনা ও রসিকতার শিকার হচ্ছেন ব্রাজিলের খেলোয়াড়েরা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের একটি অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিক ব্রুনো হেদেরের সমালোচনা একটু অন্য রকম। রাফিনিয়া-ভিনিসিয়ুসদের তা মোটেই ভালো লাগার কথা নয়।

আরও পড়ুন‘মেসির সিদ্ধান্ত মেসিই নেবে’—আর্জেন্টাইন অধিনায়কের ২০২৬ বিশ্বকাপে খেলা না–খেলা নিয়ে স্কালোনি১১ ঘণ্টা আগে

টিওয়াইসি স্পোর্টসের অনুষ্ঠান ‘প্রেসিও আলতা’য় কয়েক ঘণ্টার জন্য প্যানেলিস্ট হিসেবে ছিলেন হেদের। রাফিনিয়া, ভিনিসিয়ুস ও রদ্রিগোর সমালোচনা করে হেদের তাঁদের এমন কিছু নাম দিয়েছেন, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ব্রাজিলিয়ান এই সাংবাদিক রাফিনিয়াকে বলেন ‘বিড়ালছানা’ (কিটেন), ভিনিসিয়ুসকে বলেছেন ‘ট্রায়াথলেট’ এবং রদ্রিগো তাঁর চোখে ‘ভিটামিন সি খেলোয়াড়’।

ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গাংনীতে সড়কে ‘বোমা’ ফাটিয়ে ডাকাতি, এলাকায় আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে ‘বোমা’ ফাটিয়ে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা সড়কে কয়েকজন ব্যবসায়ীর লুটের শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন স্থানীয় কয়েকজন গরু ও সবজি ব্যবসায়ী। তারা নির্জন পোড়াপাড়া-যুগিন্দা সড়কে পৌঁছালে ওঁত পেতে থাকা একদল ডাকাত তাদের গতিরোধ করে। ডাকাতরা ব্যবসায়ীদের মারধর করে প্রায় ৫০ হাজার টাকা লুটে নেয়। পরে দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী নসিমন চালক শরিফুল ইসলাম বলেন, ডাকাত দলের সদস্যরা তিনটি বোমা নিক্ষেপ করলেও দুইটি বিস্ফোরিত হয়েছে। আমাদের কাছে থাকা নগদ টাকা-পয়সা সব লুট করে নিয়েছে। কারো দিতে দেরি হলে মারধর করা হয়েছে। খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসলে বোমা ফাটিয়ে ডাকাত দল পালিয়ে যায়।

সবজি ব্যবসায়ী ইমরান হোসেন জানান, তার কাছে ২২ হাজার টাকা ছিল। ওই টাকা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের চিকিৎসা করাতেন। সে কথা ডাকাতদলকে বলে টাকা দিতে দেরি করায় তাকে বেদম প্রহার করা হয়েছে। টাকাও লুট করে নিয়েছে। এছাড়া যাদের পকেটে ৫০০ থেকে ১ হাজার টাকা ছিল তাও নিয়ে গেছে ডাকাতরা।

ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, একটি মোটর সাইকেলের সামনে বোমা ফাটায় ডাকাতরা। পরে আরেকটি বোমা ছুঁড়লে তা আমার ভ্যানের সামনে এসে পড়ে সেটি বিস্ফোরিত হয়। কোনো রকমে আমি বেঁচে গেছি। তবে এখনও শরীর কাঁপছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

সম্পর্কিত নিবন্ধ