২০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান চালক গ্রেপ্তার
Published: 12th, December 2025 GMT
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান চালক মো. ইউছুফকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। ইউছুফ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার লডাইরচর গ্রামের মৃত আব্দুর রশিদ ব্যাপারির ছেলে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।
ওসি আবু তাহের দেওয়ান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার অলিপুর ক্যাম্পের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট চলাকালে হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি কাভার্ড ভ্যানে করে সিলেট তামাবিল থেকে অবৈধ মাদক আসছে।
সেই সংবাদের ভিত্তিতে ঢাকাগামী (ঢাকা মেট্রো-ন-২৩-১৭৪৫) কাভার্ড ভ্যানে তল্লাশি চালালে ২০ কেজি গাঁজা পাওয়া যায়। সেসময় গাঁজা, কাভার্ড ভ্যান ও আলামত জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় চালক মো.
ঢাকা/মামুন/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেরাণীগঞ্জে ঢাকা জেলা তাবলিগের জোড় ইজতেমা শুরু
কেরানীগঞ্জে ঢাকা জেলা তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে উপজেলার শাক্তা ইউনিয়নের মেকাইল এলাকায় শুরু হয় ইজতেমার কার্যক্রম।
ইজতেমা মাঠে মুসল্লিদের জন্য ওযু, পানি, নিরাপত্তা ও খাবার বিতরণসহ বিভিন্ন সেবামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকেরা আগত মুসল্লিদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।
ইজতেমায় অংশগ্রহণকারীরা জানান, এই জোড় ইজতেমায় তাবলিগের দাওয়াতি কাজ বিস্তারে করণীয়, মাসলাক ও মানহাজের দিক নির্দেশনা, দলের সাথীদের পরামর্শ এবং দ্বীনি দায়িত্ব পালনে সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ বয়ান হবে। দেশ–বিদেশের শীর্ষ মুরব্বিরা গুরুত্বপূর্ণ নসিহত ও নির্দেশনা প্রদান করবেন।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “ইজতেমা উপলক্ষে আমরা নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। মাঠের ভেতর এবং বাইরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। মুসল্লিদের চলাচল, যানবাহন নিয়ন্ত্রণ ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে আমাদের টিম দায়িত্ব পালন করছে।”
তিনি বলেন, “পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশের একদিক টিম কাজ করছে। শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি।”
ঢাকা/শিপন/মাসুদ