আনন্দ মেলার উপস্থাপনায় ইমন, সঙ্গে নাবিলা
Published: 28th, March 2025 GMT
ঈদ উপলক্ষে টিভি চ্যানেলগুলোতে যত বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, তার মধ্যে অন্যতম ‘আনন্দ মেলা’। প্রথমবারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন চিত্রনায়ক ইমন, তার সঙ্গে রয়েছেন মাসুমা রহমান নাবিলা।
ছোটবেলায় ঈদের সময়ে ‘ইত্যাদি’ ও ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানের ভীষণ ভক্ত ছিলেন নায়ক ইমন। কোনোভাবেই এই দুটো অনুষ্ঠান মিস করতেন না তিনি।
ইমন বলেন, “নাইনটিজ কিড হিসেবে যত কাজ থাকুক, ঈদে এই দুটি অনুষ্ঠান দেখতাম। মিডিয়াতে আসার পর আনন্দ মেলাতে একাধিকবার পারফর্মও করেছি। এবার আমার কাছে উপস্থাপনার প্রস্তাব এলে মিস করতে চাইনি। এ কারণে অন্য কাজ বাদ দিয়ে আনন্দ মেলা উপস্থাপনা করেছি। কাজটি করে আমার দারুণ লেগেছে। শুটিংয়ে মিনিস্ট্রির অনেকে ছিলেন, তারা প্রশংসা করেছেন।”
আরো পড়ুন:
ঈদের দুই নাটকে মোশাররফ করিমের সঙ্গী ঊর্মী
বর্ষার বক্তব্য নিয়ে তারকাদের সমালোচনা
ইমন জানান, নাবিলার সঙ্গে প্রথম কোনো অনুষ্ঠান উপস্থাপনা করলেন। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। ইমনের প্রত্যাশা, দর্শকরাও উপভোগ করবেন।
জানা যায়, নাচ, গান, কাওয়ালি, কৌতুক, নাটিকা নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। কিংবদন্তি রুনা লায়লা এবারের আয়োজনে গান গেয়েছেন। ইমরান ও কনাও ডুয়েট গেয়েছেন। এছাড়াও অনুষ্ঠানটিতে ফোক গান পরিবেশন করেছেন সালমা, ঐশী ও গামছা পলাশ।
নয় গানের কোলাজে নেচেছেন মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও শবনম বুবলী। ঈদের দিন রাত ১০টায় বিটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক আনন দ ম ল অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল