ম্যারাডোনার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ফরেনসিক বিশেষজ্ঞ
Published: 28th, March 2025 GMT
চার বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তবে তার মৃত্যু ঘিরে এখনো বিতর্ক চলছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে সাত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মামলা চলছে, যেখানে নতুন এক তথ্য সামনে এনেছেন ফরেনসিক বিশেষজ্ঞ মরিসিও কাসিনেয়ি।
আদালতে সাক্ষ্য দিতে এসে তিনি জানান, ম্যারাডোনার মৃতদেহ দেখে মনে হয়েছে, মৃত্যুর আগে তিনি প্রচণ্ড যন্ত্রণায় ছিলেন। হৃদযন্ত্রের সমস্যা ও লিভার সিরোসিসের কারণে মৃত্যুর অন্তত ১০ দিন আগে থেকেই তার ফুসফুসে পানি জমছিল। চিকিৎসকদের বিষয়টি লক্ষ্য করা উচিত ছিল বলে মত দেন তিনি। এছাড়া, ম্যারাডোনার হৃদযন্ত্র স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ বড় হয়ে গিয়েছিল, যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তুলেছিল।
ফরেনসিক বিশেষজ্ঞের মতে, ম্যারাডোনা যেখানে ছিলেন, সেটি আদর্শ চিকিৎসা ব্যবস্থার জন্য যথেষ্ট ছিল না। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পরই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে।
আরো পড়ুন:
ম্যারাডোনার মৃত্যুর নতুন কারণ, মেয়ের ক্ষোভ
ফিফা প্রেসিডেন্টের আক্রমণভাগে ডানে পেলে বাঁয়ে ম্যারাডোনা
এ মামলার কৌঁসুলিরা ম্যারাডোনার শেষ দিনগুলোকে ‘ভয়াবহ নাটকীয় পরিস্থিতি’ বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন যন্ত্রণা ভোগ করার পরও তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি, বরং ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। তাই অভিযুক্ত সাত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।
দোষ প্রমাণিত হলে তাদের ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মামলাটি আগামী জুলাই পর্যন্ত চলতে পারে, যেখানে ১২০ জন সাক্ষ্য দেবেন।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন