হবিগঞ্জের মাধবপুরে ঈদে চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধ ঠেকাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সিলেট বিভাগের প্রবেশদ্বার ঢাকা-সিলেট মহাসড়কে অপরাধ ঠেকাতে নির্মাণ করা হয়েছে দুটি অস্থায়ী ওয়াচ টাওয়ার। এর ফলে মাধবপুর বাস টার্মিনাল, হাট বাজারসহ বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এসেছে। আগে ঈদকে সামনে রেখে মাধবপুর বাজারে আইনশৃঙ্খলার অবনতি হতো। কিন্তু বাজারে ওয়াচ টাওয়ার দিয়ে নজরদারির কারণে বাজার এখন অপরাধ মুক্ত। 

মাধবপুর বাজার কমিটির ব্যবসায়ী নেতা এমরান খান জানান, প্রতিবছর ঈদকে সামনে রেখে একটি অপরাধী চক্রকে খুব তৎপর দেখা যেত। বাজারে জিনিসপত্র কিনতে আসা লোকজনের টাকা পয়সা স্বর্ণালংকার চুরি ছিনতাই হয়ে যেত। নারীরা এসব অপরাধের সঙ্গে জড়িত ছিল। কিন্তু এবার পুলিশ এসব অপরাধ রোধে আগাম প্রস্তুতি নেওয়ার কারণে কোনো অপরাধ ঘটেনি। বাজারে ব্যবসায়ী নেতারাও পুলিশকে সহযোগীতা করছে। 

ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর ও মাধবপুর উপজেলা সদরে  দুটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। ওয়াচ টাওয়ার বসানোর কারণে পুলিশ পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণে নিতে পেরেছে। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ইতোমধ্যে ঈদ উপলক্ষে বিভিন্ন বিপণিবিতান, হাট বাজার, সড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে স্পর্শকাতর স্থান, সড়ক, স্থাপনা, বিপণিবিতান, বাসস্ট্যান্ড, পুলিশ নজরদারি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা ভাল রাখতে ৪টি ফাঁড়িসহ থানা পুলিশের সব সদস্য তাদের দায়িত্ব পালন করছে। কোনো পুলিশ ঈদে বাড়িতে যাবে না।

হবিগঞ্জ পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, ঈদকে সামনে রেখে হবিগঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ এলাকাভিত্তিক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। মাধবপুরে ওয়াচ টাওয়ার থেকে সবার গতিবিধি অনুসরণ করা সহজ। কেউ অপরাধ করার চিন্তা করলে তাকে অপরাধ করার আগেই ধরা যাবে। এছাড়া ঈদে বিভিন্ন জেলা থেকে লোকজন হবিগঞ্জের চা বাগানসহ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভিড় করেন। এ সময় যাতে কোন ধরনের অঘটন না ঘটে পুলিশ সে ব্যবস্থা গ্রহণ করেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম ধবপ র অপর ধ ব যবস

এছাড়াও পড়ুন:

সাবেক আইজিপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার বাড়ল

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও প্রায় তিন মাস বাড়ানো হয়েছে।

এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আগামী ২০ জুলাই নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গণ-অভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে করা তৃতীয় মামলা এটি। এই মামলায় গ্রেপ্তার আট আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি-উত্তর) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

সম্পর্কিত নিবন্ধ

  • আকাশসীমায় নজরদারি বাড়িয়েছে পাকিস্তান
  • নির্বাচনে র‌্যাব-পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত করাসহ ১২ প্রস্তাব
  • পাকিস্তানের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
  • মেয়র পদ নিয়ে ইশরাকের মামলায় ইসির ভূমিকায় এনসিপির উদ্বেগ
  • পুতিনের যুদ্ধবিরতি ঘোষণায় সন্তুষ্ট ট্রাম্প, চান স্থায়ী চুক্তি
  • ‘বিশ্বের নজরদারির মধ্যেই ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল’
  • কড়া নজরদারি সুন্দরবন সীমান্তে
  • মিয়ানমারের গৃহযুদ্ধ পরিস্থিতিতে মার্কিন তৎপরতা
  • পুলিশ সপ্তাহ শুরু মঙ্গলবার, নির্বাচনী নির্দেশনা পাবে আইনশৃঙ্খলা ব
  • সাবেক আইজিপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার বাড়ল