সিলেট নগরে ঝটিকা মিছিলের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক ও বর্তমান আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁদের নগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল সকাল ৭টা ৩৫ মিনিটে নগরের ধোপাদিঘিরপাড় এলাকার সড়কে ৩০ থেকে ৪০ জন তরুণ–যুবককে মহানগর ছাত্রলীগের ব্যানারে মিছিল করতে দেখা যায়। মিছিলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ‘বীরের বেশে দেশে ফিরবে’ বলে স্লোগান দেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, মিছিলের পরপরই পুলিশ অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চালায়। পরে গতকাল রাতে মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রসংগঠনের বিভিন্ন পর্যায়ে আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন নগরের পূর্ব পাঠানটুলা লন্ডনী রোডের বাসিন্দা ও মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শাফায়েত খান (৩৪), ছাত্রলীগ কর্মী মদিনামার্কেটের বাসিন্দা জহিরুল ইসলাম (১৯), পাঠানটুলার সোহেল আহমদ (১৮), নালিয়ার রবিন কর (২৩), নাইওরপুলের ফাহিম আহমদ (২৩), শামীমাবাদের রাজন আহমদ (২৩), পাঠানটুলার বশির খান ও খাদিমপাড়ার সোয়েব আহমেদ (২৫)।

সিলেট মহানগরের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মিছিলে অংশগ্রহণকারীদের পুলিশ শনাক্ত করেছে। এর মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর নগর র

এছাড়াও পড়ুন:

জুলাই সনদের খসড়ায় ফ্যাসিবাদের দুঃশাসনের চিত্র নেই: ইসলামী আন্দোলন

জুলাই সনদের খসড়াকে স্বৈরাচারের প্রতি নমনীয়, আইনি বাধ্যবাধকতাহীন দুর্বল সনদ বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ।

আজ মঙ্গলবার দলের নিয়মিত বৈঠকে জুলাই সনদের খসড়ার বিষয়ে এক প্রতিক্রিয়ায় মাওলানা ইউনুস আহমদ বলেন, জুলাই সনদে পতিত ফ্যাসিবাদকে গৎবাঁধা শব্দে ব্যক্ত করা হয়েছে। ফলে পতিত ফ্যাসিবাদের নির্মমতা, নৃশংসতা ও বিভীষিকাময় দুঃশাসনের চিত্র খসড়া সনদে নেই।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, জুলাই সনদের খসড়ায় একবারের জন্যও পতিত ফ্যাসিবাদের মূল হোতা ও অশুভ চক্রের প্রধান শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়নি, অথচ পুরো ফ্যাসিবাদ তাঁর নেতৃত্বেই নৃশংসতা চালিয়েছে। সাম্প্রতিক একাধিক প্রমাণিত ফোনালাপে শেখ হাসিনাকে সরাসরি হত্যার নির্দেশ দিতে শোনা গেছে। তারপরও জুলাই সনদে শেখ হাসিনার নাম না থাকা মেনে নেওয়া যায় না।

মাওলানা ইউনুস আহমাদ বলেন, জুলাই সনদের ক্ষেত্রে প্রধান চাওয়া ছিল, এর আইনি মর্যাদা ও বাধ্যবাধকতা। কিন্তু খসড়া সনদে এ সম্পর্কে কিছুই বলা হয়নি। তাই এই সনদের আদতে কোনো তাৎপর্য আছে বলে মনে হয় না। তিনি আরও বলেন, সনদের কোথাও অংশগ্রহণকারীদের মর্যাদা ও নিরাপত্তা নিয়ে কোনো আইনি সুরক্ষা রাখা হয়নি। ফলে অভ্যুত্থানের নায়কদের নিরাপত্তা দীর্ঘ মেয়াদে বিপদে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। অংশ নেওয়া শক্তি ও পক্ষের উল্লেখ নেই, মাদ্রাসাশিক্ষার্থীদের উল্লেখ নেই। ফ্যাসিবাদের দোসরদের সম্পর্কেও সনদের খসড়া নিশ্চুপ। ফলে স্বৈরাচারের দোসরদের রাজনীতিতে পুনর্বাসন সহজ হবে।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, বাংলাদেশ যে দেড় দশক স্বৈরতন্ত্রের জাঁতাকলে পিষ্ট হলো, তার প্রধান দায় ভারতের। অথচ জুলাই সনদে ভারত নিয়ে রহস্যজনক নীরবতা লক্ষ করা যাচ্ছে। সামগ্রিকভাবে খসড়া সনদ খুবই দুর্বল প্রকৃতির হয়েছে। আইনি বাধ্যবাধকতাসহ অপরিহার্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে। একই সঙ্গে পতিত স্বৈরাচারের অপকর্মের চিত্রায়নে ব্যর্থতা ফুটে উঠেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মহিলা ও পরিবারকল্যাণ–বিষয়ক সম্পাদক মাওলানা এ বি এম জাকারিয়া, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক কেফায়েতুল্লাহ কাশফী, সহপ্রচার ও দাওয়াহ্–বিষয়ক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • নিরবচ্ছিন্ন সেবা দিতে কর্মীদের জন্য গার্ডিয়ানের ওয়ার্কশপ
  • সংসদের উচ্চকক্ষে পিআর চালুর প্রস্তাব কমিশনের, আলোচনায় উত্তেজনা
  • টেলিযোগাযোগ বিভাগের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • মানিব্যাগ তুলতে সেপটিক ট্যাংকে নেমে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই হাসপাতালে
  • ৪ কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ২১টি স্থাপনার নাম বদল
  • জেনে নিন, জান্নাতি ২০ সাহাবির নাম
  • জুলাই সনদের খসড়ায় ফ্যাসিবাদের দুঃশাসনের চিত্র নেই: ইসলামী আন্দোলন
  • জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সংবর্ধনা দিল জাবি
  • অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ 
  • ওয়ালটন হাই-টেক পার্কে ২ দিনব্যাপী অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা