সিলেট নগরে ঝটিকা মিছিলের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক ও বর্তমান আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁদের নগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল সকাল ৭টা ৩৫ মিনিটে নগরের ধোপাদিঘিরপাড় এলাকার সড়কে ৩০ থেকে ৪০ জন তরুণ–যুবককে মহানগর ছাত্রলীগের ব্যানারে মিছিল করতে দেখা যায়। মিছিলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ‘বীরের বেশে দেশে ফিরবে’ বলে স্লোগান দেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, মিছিলের পরপরই পুলিশ অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চালায়। পরে গতকাল রাতে মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রসংগঠনের বিভিন্ন পর্যায়ে আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন নগরের পূর্ব পাঠানটুলা লন্ডনী রোডের বাসিন্দা ও মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শাফায়েত খান (৩৪), ছাত্রলীগ কর্মী মদিনামার্কেটের বাসিন্দা জহিরুল ইসলাম (১৯), পাঠানটুলার সোহেল আহমদ (১৮), নালিয়ার রবিন কর (২৩), নাইওরপুলের ফাহিম আহমদ (২৩), শামীমাবাদের রাজন আহমদ (২৩), পাঠানটুলার বশির খান ও খাদিমপাড়ার সোয়েব আহমেদ (২৫)।

সিলেট মহানগরের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মিছিলে অংশগ্রহণকারীদের পুলিশ শনাক্ত করেছে। এর মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর নগর র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশে আসতে চায় চীনা ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট

চীনা তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।  

সোমবার (২৮ এপ্রিল) রাতে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়েছেন।

ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকে লিখেছেন, “বাংলাদেশে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিংক। আজ তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্যারের হাত ধরেই শুরু হলো। এভাবে আসবে আরও অনেকেই।”

তিনি লিখেন, “আজ আমরা চাইনিজ জায়ান্ট টেনসেন্টের সঙ্গে অফিশিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি। পাশাপাশি বাংলাদেশে আসছে অসাইরিস (OSIRIS Group)। হাইপার স্কেলার ক্লাউড এবং ডেটা সেন্টার নিয়ে আসছে বাংলাদেশি ডাটা ও ক্লাউড কোম্পানি যাত্রার হাত ধরে (কালিয়াকৈর হাইটেক পার্কে)। এখানে হচ্ছে বিগ জায়ান্টদের জন্য বিশ্বমানের সিকিউরড ক্লাউড সেটাপ, যেখানে আসতে পারে মেটা, গুগলের পে-লোড।”

তিনি আরো লিখেছেন, “এমন অভাবনীয় সব উপহার বাংলাদেশকে দিতে চলেছেন ড. মুহাম্মদ ইউনূস।”

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ৪,৫০০ কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগ অনুসন্ধানে দুদক
  • ।।  বাংলাদেশি কবিতা বিরল সম্মাননা ।।
  • সাড়ে ৪ হাজার কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধানে দুদক
  • সাবেক সচিবের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধানে দুদক 
  • জবির বায়োকেমিস্ট্রি বিভাগে ৮ বছর ধরে একই চেয়ারম্যান
  • ঢাবি উপাচার্যের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ
  • বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক
  • বাংলাদেশে আসতে চায় চীনা ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট
  • চলতি বছর বিশ্বে মন্দার ঝুঁকি বেড়েছে, জরিপে অর্থনীতিবিদদের শঙ্কা
  • বুয়েটের নতুন রিকশার অনুমোদন দেবে সরকার, ‘মাস্টার ট্রেইনার’ হবেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা