মোবাইল ফোনে ‘ফ্রি ফায়ার’ গেম খেলতে গিয়ে পরিচয় হয় ঢাকা ও চাঁদপুরের দুই কিশোরের। সেই সূত্র ধরে গড়ে ওঠে বন্ধুত্ব। ঈদের ছুটিতে ঢাকায় বন্ধু তোফাজ্জলের সঙ্গে দেখা করতে আসে চাঁদপুরের রিয়াদ। গত শুক্রবার সন্ধ্যায় তারা একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তবে তাদের আনন্দ স্থায়ী হয়নি। রাজধানীর পল্লবীর কালশী উড়াল সড়কে উল্টো দিক থেকে আসা প্রাইভেটকারের ধাক্কায় মুহূর্তে মোটরসাইকেলটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। উড়াল সড়ক থেকে ছিটকে নিচে পড়ে তোফাজ্জল। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম সমকালকে বলেন, দুর্ঘটনায় দায়ী প্রাইভেটকারটি চালাচ্ছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আফতাব হোসেন রাজ। তাঁকে আটক এবং গাড়িটি জব্দ করেছে পুলিশ। তবে নিহতদের পরিবার মামলা করতে রাজি না হওয়ায় তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়। দুর্ঘটনার সময় গাড়িতে থাকা তাঁর স্ত্রী সামান্য আহত হন। 

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টা ১১ মিনিটের দিকে দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পরে শনিবার তাদের স্বজন ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন। নিহত মো.

তোফাজ্জল (১৭) পরিবারের সঙ্গে রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদি বাজার এলাকায় থাকত। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায়। চার ভাই ও এক বোনের মধ্যে সে দ্বিতীয়। তার বাবা রেনু মিয়া পেশায় সবজি ব্যবসায়ী। অন্যদিকে, মো. রিয়াদের (১৬) বাড়ি চাঁদপুর সদরের দক্ষিণ হামানকদ্দি এলাকায়। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে তৃতীয়। তার বাবা বিল্লাল কাজী দুবাইপ্রবাসী। 

তোফাজ্জলের মামাতো বোন জেরিন আক্তার বলেন, ইসিবি চত্বর এলাকার ইএলএফ স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল তোফাজ্জল। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি তার, সে-ই চালাচ্ছিল। 

ঢামেক মর্গে তোফাজ্জলের বড় ভাই মো. নাঈম জানান, রিয়াদ বৃহস্পতিবার তাদের বাসায় বেড়াতে আসে। শুক্রবার দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে তিনি দুর্ঘটনার খবর জানতে পারেন। 

রিয়াদের মামাতো ভাই মো. রাসেল বলেন, রিয়াদ চাঁদপুরের একটি হাফেজি মাদ্রাসায় পড়ত। সকালে জানতে পারিম সে দুর্ঘটনায় মারা গেছে। 

যেভাবে দুর্ঘটনা 
পল্লবী থানার এসআই মোহাম্মদ আতিকুর রহমান বলেন, কালশী উড়াল সড়কে দুর্ঘটনার স্থানে বিপরীতমুখী দুটি লেনের মাঝে কোনো সড়ক বিভাজক নেই। তবে সাদা রঙের রেখা দিয়ে সড়ক বিভক্ত করা আছে। ঘটনার সময় প্রাইভেটকারটি ডিওএইচএসের দিকে যাচ্ছিল। চালক অসাবধানতায় সড়কের ডান দিকে বেশি চেপে যান। তখন উল্টো দিকের লেনে থাকা মোটরসাইকেলের সঙ্গে গাড়ির সংঘর্ষের উপক্রম হয়। গাড়িচালক দ্রুত বাঁয়ে সরে আসার চেষ্টা করলে সংঘর্ষে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার এমন দৃশ্য ধরা পড়েছে।

তিনি জানান, গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কিংস্টোন হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাদের স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। স্বজনের অনুরোধে গতকাল ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন দ র ঘটন র

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ