প্রবীণ তাম্বে মুম্বাইয়ের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাঁর জীবনে স্বপ্ন ছিল একটাই, প্রথম শ্রেণির ক্রিকেট খেলা। তবে কোথাও তাঁর জায়গা হয় না। প্রবীণের বয়স বাড়তে থাকে, আশপাশের ছেলে–ছোকরারা তাঁকে ‘আঙ্কেল’ ডাকতে শুরু করে। প্রবীণের তাতে কিছু আসে–যায় না। নিজের স্বপ্নে তিনি ছিলেন অটল। অনেক পরে শুরু হয় ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। দলে দলে লেগ স্পিনারের খোঁজ পড়ল। এবার ডাক পড়ল প্রবীণ তাম্বের। ২০১৩ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস যখন নিলাম থেকে প্রবীণ তাম্বেকে কিনে নিল, তাঁর বয়স তখন ৪১!

আরও পড়ুনঅভিযুক্ত করণ থেকে শাহরুখ, পেইড রিভিউ কি বলিউডকে ধ্বংস করে দিচ্ছে১৩ মার্চ ২০২৫

পরের বছর রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নেমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন, হন ম্যান অব দ্য ম্যাচ। এত দিন পরে স্বপ্ন সত্যি হলো, আবেগে কাঁদতে কাঁদতে ড্রেসিংরুমে ফেরেন প্রবীণ। খবরের শিরোনাম হতে আর কী চাই, মুম্বাইয়ের ক্রিকেটপাড়ার আঙ্কেল রাতারাতি হয়ে উঠলেন পরিচিত মুখ।

‘কৌন প্রবীণ তাম্বে?’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রব ণ ত ম ব

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ