ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে খুলনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে শেখ দিদারুল হোসেন দিদার নামে (৬০) এক বিএনপি নেতা মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে নগরীর শিববাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

শেখ দিদারুল ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদের টানা তিন মেয়াদের চেয়ারম্যান। তিনি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও খর্নিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন জানান, গতকাল বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে সমাবেশের আয়োজন করে বিএনপি। বিকেল সাড়ে ৫টার সময় সেখান থেকে মিছিল বের হয়। ওই মিছিলের সামনের সারিতে ছিলেন শেখ দিদারুল।

এ সময় মিছিলের মধ্যে তিনি হঠাৎ মাটিতে লুটে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে পাশের সিটি মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ সময় দলীয় নেতাকর্মীর কান্নায় হাসপাতালে শোকের ছায়া নেমে আসে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ ন ত র ম ত য ব এনপ

এছাড়াও পড়ুন:

রাতে ঢাকা আসছেন শোয়েব আখতার

পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার শনিবার দিবাগত রাতে ঢাকা আসছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক‌্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। 

ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ রাইজিংবিডিকে বলেছেন, ‘‘ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর এখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। ১৬ তারিখ তিনি ফিরে যাবেন। পরবর্তীতে আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন।’’ 

ঘণ্টায় সর্বোচ্চ ১৬১.৩৭ কিলোমিটার গতির বলের মালিক শোয়েবকে নিয়ে ঢাকা ক্যাপিটালস লিখেছে, ‘‘কৌশলের সঙ্গে গতির মেলবন্ধ। আমাদের মেন্টর- শোয়েব আখতার। গর্জন শুরু হোক!।’’

গত আসর দিয়ে বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে তারা সঙ্গে পেয়েছিল পাকিস্তানের অফ স্পিন কিংবদন্তি সাঈদ আজমলকে। এবার নতুন রূপে, নতুন পরিকল্পনায় মেন্টর হিসেবে যুক্ত করেছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েবকে। 

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। এরপর চ্যারিটি ফ্র্যাঞ্চাইজিতে খেললেও পেশাদার কোনো টুর্নামেন্টে ৫০ বছর বয়সী সাবেক পাকিস্তানি পেসারকে আর মাঠে দেখা যায়নি। 

খেলার ছাড়ার পর ধারাভাষ্যকার ও নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে দেখা যায়। 

ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ