সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে জলবুদ্ধ ও মা গঙ্গাদেবীর পূজা এবং প্রার্থণার মধ্য দিয়ে শুরু হলো পাহাড়ি জনগোষ্ঠীর বর্ষবরণ ও বর্ষবিদায় উৎসব বিজু বা বিষু। 

সম্প্রদায় ভেদে এ উৎসবকে মারমারা বলে সাংগ্রাই, চাকমারা বিজু, ত্রিপুরারা বৈসু, তঞ্চঙ্গ্যারা বিষু, চাক, ম্রো, বমরা চাংক্রান নামে উদযাপন করেন। সমতলের লোকজনের কাছে এই উৎসব বৈসাবি নামে বেশ পরিচিত।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় বান্দরবানের সাঙ্গু নদীতে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষজন জলবুদ্ধ ও মা-গঙ্গাদেবীকে ফুল নিবেদনের মাধ্যমে বিজু ও বিষু উৎসব শুরু হয়েছে। 

ভোর থেকেই নারী-পুরুষ, কিশোর-কিশোরী, শিশুরা বিভিন্ন স্থান থেকে ফুল সংগ্রহ করে ঐতিহ্যের পোশাক পরে কলাপাতায় সাজানো ফুল নিয়ে সাঙ্গু নদীর তীরে জড়ো হন। মোমবাতি জ্বালিয়ে, ফুল অর্পণ করে অতীতের ভুলভ্রান্তি ক্ষমার প্রার্থণা করেন তারা। সেই সঙ্গে প্রার্থণা করেন অতীতের সব দুঃখ-কষ্ট যেন নদীর স্রোতের মতো ভেসে যায় এবং ভবিষ্যত দিনগুলোর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তারা। 

ফুল ভাসাতে আসা মিনতি চাকমা বলেন, “ভোরে উঠে বিভিন্ন স্থান থেকে ফুল সংগ্রহ করে নদীতে জলবুদ্ধ ও মা গঙ্গার উদ্দেশ্য ফুল নিবেদন করে অতীতে ভুল করে থাকলে ক্ষমা প্রার্থণা করে আগামী বছর সুখে শান্তিতে থাকার জন্য আর্শীবাদ চেয়ে আজকে ফুলবিজুর আয়োজনে অংশ নিয়েছি।”  

নাজিব তঞ্চঙ্গ্যা বলেন, “বান্দরবানে বসবাসরত চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায় প্রতিবছরের ন্যায় এ বছর সাঙ্গু নদীতে ফুল বিজু বা ফুল বিষু উদযাপন করছেন। অতীতের ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থণা করে আগামীবছর যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারি সেই প্রত্যাশায় মা-গঙ্গাদেবীর কাছে প্রার্থণা করেছেন।” 

বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি—এই তিন পার্বত্য জেলায় বসবাসরত ১১টি জাতিগোষ্ঠীর (চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাক, ম্রো, খুমী, খেয়াং প্রমুখ) মধ্যে এটি সবচেয়ে বড় সামাজিক উৎসব। উৎসবকে কেন্দ্র করে পাহাড়ি জনপদে বইছে আনন্দের আমেজ।

বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আসন্ন সাংগ্রাই পোয়েকে সামনে রেখে আগামী ১৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সাপ্তাহব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছেন। সাংগ্রাই লোকজ ক্রীড়া উৎসব, সাংগ্রাই বর্ণাঢ্য র‍্যালি, বয়োজ্যেষ্ঠ পূজা, বুদ্ধস্নান, পাড়া ভিত্তিক পিঠা উৎসব, ঐতিহ্যবাহী বলী খেলা, তৈলাক্ত বাঁশ আরোহন, সর্বশেষ টানা তিনদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মৈত্রীয় পানি বর্ষণ বা জলকেলি উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদের সদস্যরা। 

উৎসব উদযাপন পরিষদের কমিটির সভাপতি চনুংমং মার্মা বলেন, “সামনেই বর্ষবরণ ও বর্ষবিদায় উৎসব সাংগ্রাই। এ উপলক্ষে ১২ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পুলিশ সুপার মো.

শহিদুল্লাহ কাওছারসহ অনেকেই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।”

ঢাকা/চাই মং/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ন দরব ন

এছাড়াও পড়ুন:

সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩

সুইডেনের উপসালা শহরে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে ভাকসালা স্কোয়ারের কাছে একটি হেয়ার সেলুনে এই ঘটনা ঘটে।

বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী হামলার পরপরই একটি স্কুটারে করে পালিয়ে যান। হামলাকারীকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ইতোমধ্যে আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হত্যার ঘটনাটির তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পাঁচটি গুলির শব্দ শুনেছেন এবং ওই এলাকার লোকজনকে দৌড়াতে দেখেন। 

রাজধানী স্টকহোমের উত্তরে অবস্থিত বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের জন্য সুপরিচিত উপসালা শহরে ওয়ালপার্গিস বসন্ত উৎসবের প্রাক্কালে এই ঘটনা ঘটে। এই উৎসবে সাধারণত শহরের রাস্তায় বিপুল সংখ্যক লোকের সমাগম হয়।

পুলিশের মুখপাত্র ম্যাগনাস জ্যানসন ক্লারিন টিভি৪ কে বলেন, বন্দুকধারীকে খুঁজে বের করার জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে। অনুসন্ধান কাজে পুলিশের একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘জনপদের বর্ষবরণ ১৪৩২’
  • জবি ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় আটক তরুণ
  • সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩
  • রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায় ৮ মে
  • রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায়  ৮ মে
  • সিডনিতে প্রতীতির বর্ষবরণে বাঙালিয়ানার জয়গান
  • ঐতিহ্য টিকিয়ে রাখতে উৎসবকে রাজনীতি মুক্ত রাখতে হবে: মোহাম্মদ আজম
  • দৃশ্যপটে ‘আনন্দ’, মঙ্গল কোথায়
  • যেকোনো উৎসবকে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে রাখার আহ্বান বাংলা একাডেমির মহাপরিচালকের
  • প্রথম আলোর সম্পাদক-প্রকাশের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশ ৪ মে