জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে আবারও ‘খইয়ের মতো’ ফুটল ককটেল
Published: 14th, April 2025 GMT
শরীয়তপুরের জাজিরার জয়নগর ইউনিয়নের ছাব্বিশপারা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষের সময় খইয়ের মতো শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে এক তরুণের হাতের কবজিতে ক্ষত সৃষ্টি হয়েছে এবং আরেকজন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুই পক্ষ ওই সংঘর্ষে জড়ান।
জাজিরার বিলাসপুরে সংঘর্ষের ঘটনায় খইয়ের মতো ককটেল বিস্ফোরণ এখন দেশব্যাপী আলোচনায়। ৫ এপ্রিল সেখানে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।
জাজিরা থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাব্বিশপারা এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ আছে। এর একটি পক্ষের নেতৃত্বে আছেন ঢাকার তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন ঢালী এবং আরেক পক্ষে আছেন জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য হালিম তালুকদার। আওয়ামী লীগ সরকার পতনের পর ওই দুই নেতা আত্মগোপনে আছেন। তাঁদের অনুপস্থিতিতে এখন স্থানীয় পর্যায়ে পক্ষ দুটি নেতৃত্ব দিচ্ছেন জসিম তালুকদার ও নুর আলম সরদার।
শনিবার রাতে জসিম তালুকদারের পক্ষের লোকজন সজল চোকদারকে মারধর করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার দুপুরে দুই পক্ষের লোকজন ককটেল বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। তখন নুর আলম সরদারের লোকজন অপর পক্ষের ওপর ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল জসিম তালুকদারের পক্ষের সাব্বির খালাসির (১৯) হাতের ওপর বিস্ফোরিত হয়। এতে তাঁর হাতের কবজিতে গভীর ক্ষতের সৃষ্টি হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এরপর দুই পক্ষের সমর্থকেরা ঘণ্টাব্যাপী সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওই সংঘর্ষের কিছু চিত্র স্থানীয় একজনের স্থাপিত সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৪ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, একটি পক্ষের সমর্থকেরা বালতিতে ককটেল নিয়ে প্রতিপক্ষের ওপর নিক্ষেপ করছেন। প্রতিপক্ষের ওপর হামলা করার জন্য টেঁটা, রামদা, ছেনদা, বল্লম, ঢাল-সড়কি ও বালতিকে করে ককটেল নিয়ে ধাওয়া করছে আরেক পক্ষ।
ককটেল বিস্ফোরণে আহত সাব্বির খালাসির চাচি ফাতেমা বেগম বলেন, মারামারির সময় নুর আলমের লোকেরা বোমা মারলে সাব্বিরের হাতের ওপরে পড়ে তা ফেটে যায়।
ওই সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর এলাকায় যৌথ বাহিনীর অভিযান ও পুলিশের তৎপরতা শুরু হয়। এ কারণে এলাকার পুরুষ সদস্যরা আত্মগোপনে চলে যান। তাই কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ প্রথম আলোকে বলেন, জাজিরার জয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। এখনো থানায় কোনো মামলা হয়নি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ঘর ষ র এল ক য় র ওপর র ঘটন
এছাড়াও পড়ুন:
কনকনে শীতে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথনে ৩৫০ জন
কনকনে শীত নিয়ে এসেছে হিমেল হাওয়া। ঘরের বাইরে বেরোলেই সেই হাওয়া শরীরে কাঁপন ধরায়। এমন আবহাওয়ার মধ্যে আজ শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীর প্রথম সেতু এলাকায় জড়ো হন বিভিন্ন জেলার ৩৫০ দৌড়বিদ। সেখানে তরুণ-তরুণীদের সঙ্গে ছিলেন বয়োজ্যেষ্ঠ ও শিশুরাও। তবে উচ্ছ্বাস প্রকাশে যেন কেউ কারও থেকে কম নয়। হাফ ম্যারাথনে অংশ নিতেই তাঁদের এই জমায়েত।
আজ সকালে এই হাফ ম্যারাথনের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটি (বিআরসি)। আয়োজকেরা জানান, চার পর্যায়ের দূরত্বে এই হাফ ম্যারাথন দৌড় হয়। এর মধ্যে ছিল ২ কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ২১ কিলোমিটার।
আয়োজক, অংশগ্রহণকারী ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, সূর্য ওঠার আগেই ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে দৌড়বিদেরা জেলা শহরের তিতাস নদীর প্রথম সেতুর ওপর জড়ো হতে শুরু করেন। সকাল ৬টায় প্রথমে ২১ কিলোমিটার ক্যাটাগরিতে অংশগ্রহণকারীরা সেখান থেকে গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেন। এরপর পর্যায়ক্রমে ৫ ও ১০ কিলোমিটারের দৌড়বিদেরা রওনা দেন। সর্বশেষ সকাল ৭টায় শিশুদের দুই কিলোমিটারের দৌড় শুরু হয়।
২১ কিলোমিটার দৌড়ে অংশ নেন ৬৫ জন। এর মধ্যে পুরুষ ৬৪ জন ও নারী একজন। ১০ কিলোমিটারে অংশগ্রহণ করেন ১৬৮ জন। এর মধ্যে পুরুষ ১৬৬ জন ও নারী দুজন। ৫ কিলোমিটারে অংশ নেন ৭৪ জন। এর মধ্যে পুরুষ ৬৪ জন ও নারী ১০ জন। ২ কিলোমিটার দৌড়ে ৪৩ জন শিশু অংশ নেয়।
দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী দৌড়বিদের পাশাপাশি ভারত, জাপান, নেপাল ও ডেনমার্কের চারজন অংশ নেন। জেলা শহরের তিতাস নদীর ওপর নির্মিত ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার সংযোগ সড়ক কালীবাড়ি মোড় থেকে বিজয়নগরের নূরপুর জিসি সড়ক (সিমনা-ব্রাহ্মণবাড়িয়া) পথে দৌড়বিদেরা ছড়িয়ে পড়েন। নির্দেশিত পথ ধরে প্রত্যেকে নিজের নির্ধারিত দূরত্ব অনুযায়ী দৌড় সম্পন্ন করেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসক মুহাম্মদ আবদুল মতিন বলেন, ‘১০ কিলোমিটার দৌড়ে অংশ নিয়েছি। ভালো লাগছে। হৃদ্রোগ প্রতিরোধে নিয়মিত হাঁটা ও দৌড়ের বিকল্প নেই।’
দৌড় শেষের ফিনিশিং লাইনে পৌঁছান এক দৌড়বিদ