ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ নিহত ২
Published: 16th, April 2025 GMT
পাবনার ঈশ্বরদীতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে পাকশী রেলওয়ের এমএস কলোনির ৯ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার ফজল মাতব্বরের ছেলে আয়নুল হক (৪০) ও এমএস কলোনির বাসিন্দা দুলাল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৬৫)।
স্থানীয় বাসিন্দা আজিম উদ্দিন জানান, আয়নুল ইসলামের বাড়িতে তার অটোরিকশা চার্জ দেওয়ার ব্যবস্থা না থাকায় অটোরিকশা চার্জ দেওয়ার জন্য এমএস কলোনিতে ফাতেমা খাতুনের গ্যারেজে চার্জ দিতেন। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত আয়নুল বিদ্যুৎস্পৃষ্টে হোন। চিৎকার শুনে ফাতেমা বেগম তাকে বাঁচাতে এলে তিনিও বিদ্যুতায়িত হন। এ ঘটনায় ঘটনাস্থলেই আইনুল মারা যান। হাসপাতালে নেওয়ার পর ফাতেমা বেগমের মৃত্যু হয়।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শাকিউল আজম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করার পর নিহতদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫