ম্যারাডোনার মেয়ের দাবি চিকিৎসকেরা ‘বিভ্রান্ত’ করেছিলেন তাঁদের
Published: 16th, April 2025 GMT
‘অবহেলাজনিত কারণে ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু’ নিয়ে বিচারকাজ চলছে আর্জেন্টিনার আদালতে। মঙ্গলবার সেই আদালতে সাক্ষ্য দিয়েছেন প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তির মেয়ে দালমা ম্যারাডোনা। সাক্ষ্য দিতে গিয়ে ম্যারাডোনার বড় মেয়ে বলেছেন তাঁর বাবার চিকিৎসা নিয়ে চিকিৎসকেরা তাঁকে ও তাঁর বোনদের বিভ্রান্ত করেছিলেন। এ ছাড়া যে বাড়িতে ম্যারাডোনা মারা গেছেন, সেই বাড়ির পরিবেশও বসবাসের অযোগ্য ছিল দাবি দালমার।
ম্যারাডোনার পাঁচ সন্তানের সবচেয়ে বড় জন দালমা তাঁর মা ক্লদিয়া ভিয়াফানেকে নিয়ে মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে যান। দালমা বিচারকের সামনে চিকিৎসকেরা কীভাবে তাঁদের বিভ্রান্ত করেছেন, সেই বর্ণনা দেন, ‘তাঁরা আমাদের বাড়িতে রেখে চিকিৎসা (হোম হসপিটালাইজেশন) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সে রকম কিছুই করা হয়নি। তাঁরা আমাদের এমন কিছু বিশ্বাস করিয়েছিলেন, যেসব তাঁরা কখনোই করেননি। আর এমনটা করতে গিয়ে তাঁরা নির্দয়ভাবে আমাদের বিভ্রান্ত করে গেছেন, প্রতারণা করেছেন।’
আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ২০২০ সালের ২৫ নভেম্বর বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছর বয়সে মারা যান। মস্তিষ্কে জমাট বাধা রক্ত অস্ত্রোপচারের পর বুয়েনস এইরেসের উপকণ্ঠে একটি বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল ম্যারাডোনাকে।
আদালতের প্রবেশ পখে ম্যারাডোনার মেয়ে দালমা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে