আগের রাতে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানো দেখার আশায় হতাশ হয়েছেন সবাই। সান্তিয়াগো বার্নাব্যুর সমস্ত হুংকার ‘আষাঢ়ে গর্জন’ হয়েই থেকে গেছে। কিন্তু বার্নাব্যুতে যা দেখা যায়নি গতকাল রাতে সেটাই দেখা গেল ওল্ড ট্রাফোর্ডে।

উত্থান–পতনের অনবদ্য এক লড়াইয়ে অবিশ্বাস্যভাবে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগ লড়াইয়ে লিঁওর বিপক্ষে ইউনাইটেডের জিতেছে ৫–৪ গোলে। দুই লেগ মিলিয়ে ৭–৬ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে উঠেছে রুবেন আমোরিমের দল।

ওল্ড ট্রাফোর্ডে খেলা শেষে ভাইরাল হওয়া একটি ভিডিও দিয়ে পুরো ম্যাচটাকে বিশ্লেষণ করা যায়। ম্যাচের তখন ১১৭ মিনিট। ইউনাইটেড পিছিয়ে ৪–৩ গোলে (দুই লেগ মিলিয়ে ৬–৫ গোলে)। এমন পরিস্থিতিতে গ্যালারিতে এক শিশু হতাশায় কান্না জুড়ে দিল।

অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে ইউনাইটেডের হয়ে হ্যারি মাগুয়ার যখন জয়সূচক গোলটি করেন, তখনও কাঁদছিল সেই শিশু। চোখ ভেজা অথচ ঠোঁটে হাসি। অনবদ্য এক দৃশ্য। আসলে পুরো ম্যাচটাই ছিল আবেগের এমন রোলারকোস্টার। ওল্ড ট্রাফোর্ডের লাল গ্যালারির পুরোটাই ভেসেছে এমন আবেগে।    

প্রথম লেগে লিওঁর মাঠে ২–২ গোলে ড্রয়ের পর ফিরতি লেগে ইউনাইটেডের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথমার্ধেই ২–০ গোলে লিড নিয়ে নেয় স্বাগতিকরা। ইউনাইটেডের হয়ে গোল করেন ম্যানুয়াল উগার্তে ও দিয়াগো দালত।

আরও পড়ুনবার্নাব্যুর ভয়কেও জয়, রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল১৬ এপ্রিল ২০২৫

দ্বিতীয়ার্ধের ৭০ মিনিট পর্যন্ত এই লিড ধরে রেখেছে ইউনাইটেড। কিন্তু ৭১ থেকে ৭৭—এই সাত মিনিটে দুই গোল করে দারুণভাবে ম্যাচে ফিরে আসে লিওঁ। কোরেনটিন তোলিসোর পর গোল করেন নিকোলাস তালিয়াফিকো। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

নির্ধারিত সময়ের ৮৯ মিনিটে লিওঁর তোলিসো লাল কার্ড দেখায় অতিরিক্ত সময়ে দশ জন নিয়ে খেলতে হয় লিওঁকে। কিন্তু একজন কম নিয়েও ১০৯ মিনিটের মাথায় ৪–২ গোলের লিড নেয় ফরাসি ক্লাবটি। অর্থাৎ দুই লেগ মিলিয়ে ইউনাইটেড তখন পিছিয়ে ৬–৪ গোলে। গোল দুটি করেন রায়ন চেরকি ও আলেক্সান্দার লাকাজেতে। এ পরিস্থিতিতে ইউনাইটেডের হতাশাজনক বিদায়ই ধরে নিয়েছিলেন অনেকে।

কিন্তু ভেতরে ভেতরে ওল্ড ট্রাফোর্ড প্রস্তুতি নিচ্ছিল মহাকাব্য লেখার। ১১৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি গোলে ব্যবধান ৪–৩ করে ইউনাইটেড। এরপর ১২০ মিনিটে কোবি মাইনু গোল করে সমতায় ফেরান ইউনাইটেডকে। সমতা ফেরার পর সবার চোখ ছিল সম্ভাব্য টাইব্রেকারে।

আরও পড়ুনএটাই ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বাজে দল ১৪ এপ্রিল ২০২৫

কিন্তু ম্যাচটা ততদূর যেতে দেননি ম্যাগুয়ার। ১২১ মিনিটে গোল করে ইউনাইটেডকে আনন্দে এবং লিওঁকে ভাসান হতাশায়। আর সব মিলিয়ে ইউনাইটেড পেলে অনেক দিন মনে রাখার মতো এক জয়। যা তাদের মৌসুমে ট্রফি জেতার সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে ইউনাইটেডের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। আর  অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে টটেনহাম ও বোডো/গ্লিমট।

ইউনাইটেডের জন্য মৌসুমটা কাটছিল হতাশাজনকভাবে। প্রিমিয়ার লিগে দলটির অবস্থান এখন ১৪তম। প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসে সবচেয়ে কম পয়েন্টও পেতে যাচ্ছে তারা।

গ্যালারিতে হাসি ফুটবল ফার্গুসনের মুখে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ইন ল গ ল কর ত সময়

এছাড়াও পড়ুন:

ইসিকে নিশানা করে ‘অ্যাটম বোমা’ ফাটালেন রাহুল গান্ধী, এখনো বাকি ‘হাইড্রোজেন বোমা’

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ এনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, এটা ‘অ্যাটম বোমা’। তবে আরও ভয়ংকর তথ্য তিনি পরে আনবেন, যা ‘হাইড্রোজেন বোমার সমতুল্য’।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবার বিস্ফোরক অভিযোগ এনে রাহুল বলেন, নির্বাচন কমিশনের মদদে কিছু লোক, সংস্থা ও কল সেন্টার সংগঠিতভাবে কেন্দ্রে কেন্দ্রে বেছে বেছে কংগ্রেস, দলিত, আদিবাসী ভোটারদের নাম বাদ দিচ্ছে।

আজ সংবাদ সম্মেলন করে রাহুল বলেন, নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে নকল আবেদন করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে।

‘অ্যাটম বোমা’ ফাটানোর দিন রাহুল কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ‘ভোট চুরির’ নমুনা পেশ করেছিলেন। আজ তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন কর্ণাটকেরই আলন্দ কেন্দ্রকে।

রাহুলের অভিযোগ, নকল আবেদনের মাধ্যমে ওই কেন্দ্রের ৬ হাজার ১৮ জন ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। যেসব কেন্দ্রে কংগ্রেস শক্তিশালী, বেছে বেছে সেসব কেন্দ্রকেই নিশানা করা হয়েছে। ভুয়া ভোটারের নাম তোলার পাশাপাশি বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এটা সংগঠিতভাবে করা হচ্ছে। কর্ণাটক পুলিশ সেই বিষয়ে তথ্য জানতে চাইলেও নির্বাচন কমিশন কোনো তথ্য দিচ্ছে না।

রাহুলের অভিযোগ, যাঁদের নামে আবেদন জানানো হচ্ছে এবং যাঁদের নাম মোছার আরজি জানানো হচ্ছে, তাঁদের কেউ–ই তা জানতে পারছেন না। সংবাদ সম্মেলনে এই ধরনের কিছু মানুষকে রাহুল হাজিরও করান।

কিছু নম্বরও দাখিল করে রাহুল বলেন, এসব নম্বর থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন জানানো হয়। তাঁর প্রশ্ন, ওই নম্বরগুলোয় ওয়ান টাইম পাসওয়ার্ড বা ‘ওটিপি’ কীভাবে গেল?

কংগ্রেস নেতা বলেন, নির্দিষ্ট কিছু ঠিকানা থেকে নির্দিষ্ট ‘আইপি’ অ্যাড্রেস ব্যবহার করে নাম বাদ দেওয়ার আবেদন জানানো হচ্ছে। অভিযোগ তদন্ত করে দেখতে কর্ণাটক পুলিশের গোয়েন্দারা ইসির কাছে কিছু তথ্য চেয়েছিলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার কোনো তথ্যই দেননি। এতেই বোঝা যাচ্ছে, ইসি ভোটচোরদের আড়াল করছে।

রাহুল বলেন, কর্ণাটক সিআইডি ভোটারদের নাম বাদ দেওয়া বিষয়ে তথ্য জানতে চেয়ে ইসিকে ১৮ বার চিঠি লিখেছে। অথচ একটি চিঠিরও জবাব ইসি দেয়নি। ইসিকে চ্যালেঞ্জ জানিয়ে রাহুল বলেন, কমিশন স্বচ্ছ হলে এক সপ্তাহের মধ্যে কর্ণাটক সিআইডিকে যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করুক।

রাহুল মহারাষ্ট্রের রাজুরা বিধানসভা আসনের ভোটার তালিকা তুলে ধরে বলেন, সেখানে অনলাইনে ৬ হাজার ৮৫০ জনের নাম অবৈধভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর অভিযোগ, বিভিন্ন রাজ্যে ভোটার তালিকায় এভাবে সংযোজন–বিয়োজন চলছে।

এর আগেও রাহুল নিশানা করেছিলেন সিইসি জ্ঞানেশ কুমারকে। আজও তিনি তাঁকে কাঠগড়ায় তোলেন। রাহুল বলেন, নির্বাচন স্বচ্ছ ও অবাধ করার বদলে তিনি পক্ষপাতমূলক আচরণ করেই চলেছেন। ভোট চুরি করাচ্ছেন। ভোটচোরদের রক্ষাও করছেন।

রাহুলের অভিযোগ এবারও খারিজ করে দিয়েছে ইসি। রাহুলের ডাকা সংবাদ সম্মেলনের পর আজ ইসি এক বিবৃতি দেয়। তাতে রাহুলের অভিযোগ ‘অসত্য ও ভিত্তিহীন’ জানিয়ে বলা হয়, অনলাইনে কেউ কোনো ভোটারের নাম বাদ দিতে পারেন না। নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয়।

সম্পর্কিত নিবন্ধ