আগের রাতে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানো দেখার আশায় হতাশ হয়েছেন সবাই। সান্তিয়াগো বার্নাব্যুর সমস্ত হুংকার ‘আষাঢ়ে গর্জন’ হয়েই থেকে গেছে। কিন্তু বার্নাব্যুতে যা দেখা যায়নি গতকাল রাতে সেটাই দেখা গেল ওল্ড ট্রাফোর্ডে।

উত্থান–পতনের অনবদ্য এক লড়াইয়ে অবিশ্বাস্যভাবে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগ লড়াইয়ে লিঁওর বিপক্ষে ইউনাইটেডের জিতেছে ৫–৪ গোলে। দুই লেগ মিলিয়ে ৭–৬ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে উঠেছে রুবেন আমোরিমের দল।

ওল্ড ট্রাফোর্ডে খেলা শেষে ভাইরাল হওয়া একটি ভিডিও দিয়ে পুরো ম্যাচটাকে বিশ্লেষণ করা যায়। ম্যাচের তখন ১১৭ মিনিট। ইউনাইটেড পিছিয়ে ৪–৩ গোলে (দুই লেগ মিলিয়ে ৬–৫ গোলে)। এমন পরিস্থিতিতে গ্যালারিতে এক শিশু হতাশায় কান্না জুড়ে দিল।

অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে ইউনাইটেডের হয়ে হ্যারি মাগুয়ার যখন জয়সূচক গোলটি করেন, তখনও কাঁদছিল সেই শিশু। চোখ ভেজা অথচ ঠোঁটে হাসি। অনবদ্য এক দৃশ্য। আসলে পুরো ম্যাচটাই ছিল আবেগের এমন রোলারকোস্টার। ওল্ড ট্রাফোর্ডের লাল গ্যালারির পুরোটাই ভেসেছে এমন আবেগে।    

প্রথম লেগে লিওঁর মাঠে ২–২ গোলে ড্রয়ের পর ফিরতি লেগে ইউনাইটেডের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথমার্ধেই ২–০ গোলে লিড নিয়ে নেয় স্বাগতিকরা। ইউনাইটেডের হয়ে গোল করেন ম্যানুয়াল উগার্তে ও দিয়াগো দালত।

আরও পড়ুনবার্নাব্যুর ভয়কেও জয়, রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল১৬ এপ্রিল ২০২৫

দ্বিতীয়ার্ধের ৭০ মিনিট পর্যন্ত এই লিড ধরে রেখেছে ইউনাইটেড। কিন্তু ৭১ থেকে ৭৭—এই সাত মিনিটে দুই গোল করে দারুণভাবে ম্যাচে ফিরে আসে লিওঁ। কোরেনটিন তোলিসোর পর গোল করেন নিকোলাস তালিয়াফিকো। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

নির্ধারিত সময়ের ৮৯ মিনিটে লিওঁর তোলিসো লাল কার্ড দেখায় অতিরিক্ত সময়ে দশ জন নিয়ে খেলতে হয় লিওঁকে। কিন্তু একজন কম নিয়েও ১০৯ মিনিটের মাথায় ৪–২ গোলের লিড নেয় ফরাসি ক্লাবটি। অর্থাৎ দুই লেগ মিলিয়ে ইউনাইটেড তখন পিছিয়ে ৬–৪ গোলে। গোল দুটি করেন রায়ন চেরকি ও আলেক্সান্দার লাকাজেতে। এ পরিস্থিতিতে ইউনাইটেডের হতাশাজনক বিদায়ই ধরে নিয়েছিলেন অনেকে।

কিন্তু ভেতরে ভেতরে ওল্ড ট্রাফোর্ড প্রস্তুতি নিচ্ছিল মহাকাব্য লেখার। ১১৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি গোলে ব্যবধান ৪–৩ করে ইউনাইটেড। এরপর ১২০ মিনিটে কোবি মাইনু গোল করে সমতায় ফেরান ইউনাইটেডকে। সমতা ফেরার পর সবার চোখ ছিল সম্ভাব্য টাইব্রেকারে।

আরও পড়ুনএটাই ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বাজে দল ১৪ এপ্রিল ২০২৫

কিন্তু ম্যাচটা ততদূর যেতে দেননি ম্যাগুয়ার। ১২১ মিনিটে গোল করে ইউনাইটেডকে আনন্দে এবং লিওঁকে ভাসান হতাশায়। আর সব মিলিয়ে ইউনাইটেড পেলে অনেক দিন মনে রাখার মতো এক জয়। যা তাদের মৌসুমে ট্রফি জেতার সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে ইউনাইটেডের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। আর  অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে টটেনহাম ও বোডো/গ্লিমট।

ইউনাইটেডের জন্য মৌসুমটা কাটছিল হতাশাজনকভাবে। প্রিমিয়ার লিগে দলটির অবস্থান এখন ১৪তম। প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসে সবচেয়ে কম পয়েন্টও পেতে যাচ্ছে তারা।

গ্যালারিতে হাসি ফুটবল ফার্গুসনের মুখে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ইন ল গ ল কর ত সময়

এছাড়াও পড়ুন:

প্রেমিকার বিয়ের দিনে প্রেমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

নড়াইলের লোহাগড়ায় প্রেমিকার বিয়ের দিনে প্রেমিক সৈয়দ মাসুম বিল্লাহর (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মাসুমের বাম হাতের একটি আঙুলের নখ উপড়ে ফেলার আলামত থাকায় তার পরিবার অভিযোগ করছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে কালনা মধুমতি সেতুর পশ্চিম পাশে রাস্তার ওপর মাসুমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ইজিবাইকের চালক সুজন শেখ তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বিকেলে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাসুম বিল্লাহ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মৃত সৈয়দ রকিবুল ইসলামের ছেলে। 

আরো পড়ুন:

জুলাই হত্যাকাণ্ডের মামলায় চট্টগ্রামে প্রথম অভিযোগপত্র দাখিল

সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

মাসুমের স্বজনরা জানিয়েছেন, শালনগর ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে মাসুমের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির বিয়ের খবর পেয়ে শুক্রবার (১ আগস্ট) সকালে তিনি ঢাকা থেকে লোহাগড়ায় আসেন। সকালে পরিবারের সঙ্গে তার শেষবার কথা হয়, এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

মাসুম বিল্লাহর চাচা শরিফুল ইসলাম বলেছেন, “আমরা শুনেছি, সকালে লোহাগড়া বাজারের একটি পার্লারে মেয়েটির সঙ্গে মাসুমের কথা হয়। এর পর মেয়েটির বাবার কাছ থেকে হুমকি পায় সে। পরে হাসপাতাল থেকে ফোন পেয়ে মাসুমের মৃত্যুর খবর জানি। তার বাম হাতের  নখ উপড়ানো ছিল। সব মিলিয়ে মনে হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

মাসুমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া ইজিবাইক চালক সুজন বলেছেন, “ঘটনাস্থলে কোনো দুর্ঘটনার চিহ্ন ছিল না। তবে মনে হয়েছে, কেউ মাসুমকে গাড়ি থেকে ফেলে দিয়েছে।”

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম শনিবার (২ আগস্ট) সকালে সাংবাদিকদের বলেছেন, “আমরা মাসুম বিল্লাহকে মৃত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।” 

ঢাকা/শরিফুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ