জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিটিভি বিষয়টি নিশ্চিত করেছে।

ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ খেললে সম্প্রচার মাধ্যম স্বত্ব নেওয়ার জন্য ঝাপিয়ে পড়ে। বিসিবির আয়ের বড় উৎসই এই সম্প্রচার স্বত্ব। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দর্শকের আগ্রহ না থাকায় বেসরকারি কোন সম্প্রচার মাধ্যম সিরিজটি সম্প্রচারে আগ্রহ প্রকাশ করেনি। 

টিভিতে সিরিজটি দেখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে বিসিবি সরকারি সম্প্রচার মাধ্যম বিটিভির দ্বারস্থ হয়। অবশেষে বিটিভি সিরিজটি সম্প্রচার করতে রাজি হয়েছে। তবে টিভি স্বত্বের অর্থ তো বিসিবি পাবেই না বরং ভর্তুকি দিতে হতে পারে বিটিভিকে। 

সিলেটে টিকিটেও সেভাবে দর্শকের আগ্রহ নেয়। যে কারণে একেবারে কম মূল্যে টিকিট বিক্রি করা হচ্ছে। ৫০ টাকায় দেখা যাবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ। টিকিটের সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা। 

বিসিবি জানিয়েছে, গ্রান্ড স্টান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২৫০ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ক্লাব হাউজের জন্য। শহীদ আবু সাইস স্টান্ডের জন্য ১০০ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। গ্রিন হিল এরিয়া, ইস্টার্ন গ্যালারি, শহীদ তুরাব স্ট্যান্ডের টিকিট ৫০ টাকায় ও ইস্টার্ট গ্যালারির দুই নম্বর গেটের টিকিটের মূল্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ২০ এপ্রিল।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স র জট

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে পলাতক আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দেওয়ায় তাঁতী দলের নেতা বহিষ্কার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত মোহাম্মদ সৈকত উপজেলার বুড়িরচর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ছিলেন। আজ শুক্রবার বিকেলে জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল ও সদস্যসচিব মোরশেদ আলমের যৌথ স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে কমিটি মূল্যায়নে ব্যর্থ হওয়ায় হাতিয়া উপজেলা তাঁতী দলের দক্ষিণ কমিটিকে সতর্ক করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনকে গ্রেপ্তার করে হাতিয়া থানা–পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। আলাউদ্দিন ও মোহাম্মদ সৈকত সম্পর্কে ফুফা–ভাগনে।

এ বিষয়ে মোহাম্মদ সৈকত প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাড়িতে অনেকগুলো পরিবার থাকে। আমি ব্যবসার কাজে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকি। আলাউদ্দিন কখন বাড়িতে এসেছেন, তা আমার জানা নেই। আমাদের ঘর থেকে তাঁর শ্বশুরদের ঘর অনেক দূরে। উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হয়েছে।’

নোয়াখালী জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাকে আত্মগোপনে থাকার সুযোগ করে দেওয়ায় মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি উপজেলার দক্ষিণাঞ্চলের তাঁতী দল কমিটিকেও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনহাতিয়ায় শ্বশুরবাড়িতে পালিয়ে থাকা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার৩১ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ