প্রশ্ন শুনে নাজমুল হোসেন মুচকি হাসলেন। নেটে নাহিদ রানাকে তো তাঁর খেলতেই হয়! আলোচনায় থাকা গতিতারকা নাহিদ রানাকে খেলার ঝামেলা সে কারণে ভালো করেই জানেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু শন উইলিয়ামস তো নাহিদ রানাকে খেলেননি। তাঁর জানার কথা নয়।

কোনো সংস্করণেই নাহিদ রানার বিপক্ষে খেলেননি জিম্বাবুয়ের এই বাঁহাতি ব্যাটসম্যান। তাই নাহিদ রানার গতি প্রসঙ্গে গতকাল সংবাদ সম্মেলনে খোঁচা মেরেছিলেন। সেই খোঁচার জবাব আজ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দিয়েছেন নাজমুল।

আরও পড়ুননাহিদ রানার চেয়ে জোরে বল করে বোলিং মেশিন—উইলিয়ামসের খোঁচা২১ ঘণ্টা আগে

বাংলাদেশ অধিনায়ক বলেছেন, নাহিদ রানা কেমন বোলার, সেটা ম্যাচেই টের পাবে জিম্বাবুয়ে। উইলিয়ামসের খোঁচা নিয়ে প্রশ্নে নাজমুল বলেছেন, ‘কালকে ম্যাচে ও যখন বল করবে, আর প্রতিপক্ষ যখন ব্যাটিং করবে, তখন ব্যাটসম্যানদের শারীরিক ভঙ্গি দেখলেই বুঝতে পারবেন, নাহিদ কতটা ব্যতিক্রম।’

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে গতির ঝড় তুলতে পারবেন তো নাহিদ রানা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাতে ঢাকা আসছেন শোয়েব আখতার

পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার শনিবার দিবাগত রাতে ঢাকা আসছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক‌্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। 

ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ রাইজিংবিডিকে বলেছেন, ‘‘ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর এখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। ১৬ তারিখ তিনি ফিরে যাবেন। পরবর্তীতে আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন।’’ 

ঘণ্টায় সর্বোচ্চ ১৬১.৩৭ কিলোমিটার গতির বলের মালিক শোয়েবকে নিয়ে ঢাকা ক্যাপিটালস লিখেছে, ‘‘কৌশলের সঙ্গে গতির মেলবন্ধ। আমাদের মেন্টর- শোয়েব আখতার। গর্জন শুরু হোক!।’’

গত আসর দিয়ে বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে তারা সঙ্গে পেয়েছিল পাকিস্তানের অফ স্পিন কিংবদন্তি সাঈদ আজমলকে। এবার নতুন রূপে, নতুন পরিকল্পনায় মেন্টর হিসেবে যুক্ত করেছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েবকে। 

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। এরপর চ্যারিটি ফ্র্যাঞ্চাইজিতে খেললেও পেশাদার কোনো টুর্নামেন্টে ৫০ বছর বয়সী সাবেক পাকিস্তানি পেসারকে আর মাঠে দেখা যায়নি। 

খেলার ছাড়ার পর ধারাভাষ্যকার ও নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে দেখা যায়। 

ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ