কালই বুঝতে পারবেন—উইলিয়ামসের খোঁচার জবাবে নাজমুল
Published: 19th, April 2025 GMT
প্রশ্ন শুনে নাজমুল হোসেন মুচকি হাসলেন। নেটে নাহিদ রানাকে তো তাঁর খেলতেই হয়! আলোচনায় থাকা গতিতারকা নাহিদ রানাকে খেলার ঝামেলা সে কারণে ভালো করেই জানেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু শন উইলিয়ামস তো নাহিদ রানাকে খেলেননি। তাঁর জানার কথা নয়।
কোনো সংস্করণেই নাহিদ রানার বিপক্ষে খেলেননি জিম্বাবুয়ের এই বাঁহাতি ব্যাটসম্যান। তাই নাহিদ রানার গতি প্রসঙ্গে গতকাল সংবাদ সম্মেলনে খোঁচা মেরেছিলেন। সেই খোঁচার জবাব আজ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দিয়েছেন নাজমুল।
আরও পড়ুননাহিদ রানার চেয়ে জোরে বল করে বোলিং মেশিন—উইলিয়ামসের খোঁচা২১ ঘণ্টা আগেবাংলাদেশ অধিনায়ক বলেছেন, নাহিদ রানা কেমন বোলার, সেটা ম্যাচেই টের পাবে জিম্বাবুয়ে। উইলিয়ামসের খোঁচা নিয়ে প্রশ্নে নাজমুল বলেছেন, ‘কালকে ম্যাচে ও যখন বল করবে, আর প্রতিপক্ষ যখন ব্যাটিং করবে, তখন ব্যাটসম্যানদের শারীরিক ভঙ্গি দেখলেই বুঝতে পারবেন, নাহিদ কতটা ব্যতিক্রম।’
জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে গতির ঝড় তুলতে পারবেন তো নাহিদ রানা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক