চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পড়ে জাহাজের এক নাবিক নিখোঁজ রয়েছেন। একটি জাহাজ থেকে অন্য জাহাজে ওঠার সময় তিনি পা পিছলে নদীতে পড়ে যান। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে বিএফডিসির ১ নম্বর জেটিতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই নাবিকের নাম দুলাল মিয়া (৫০)। তিনি নোয়াখালী জেলার চরজব্বারের আবদুর রবের ছেলে। তিনি এফভি পারটেক্স-১ নামে একটি মাছ ধরার জাহাজে কর্মরত।

স্থানীয় বাসিন্দা ও নৌ পুলিশ জানায়, রাতে নিজের এফভি পারটেক্স-১ নামে জাহাজ থেকে পাশে নোঙর করা একটি জাহাজে উঠছিলেন দুলাল মিয়া। এ সময় পা পিছলে তিনি দুই জাহাজের মধ্যবর্তী স্থানে নদীতে পড়ে যান। এরপর সাঁতরে ওপরে ওঠার চেষ্টা করলেও একপর্যায়ে তিনি নদীতে তলিয়ে গেছেন। তাঁর আর খোঁজ মেলেনি। আশপাশের জাহাজের ডুবুরিরা তাঁর সন্ধানে তল্লাশি চালান। পরে সদরঘাট নৌ থানা-পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ডের সদস্যরাও উদ্ধার তৎপরতা শুরু করেন।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

একরাম উল্লাহ প্রথম আলোকে বলেন, আজ রোববার বেলা তিনটা পর্যন্ত নিখোঁজ দুলাল মিয়ার সন্ধান মেলেনি। তাঁকে উদ্ধারে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।

তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ