চট্টগ্রামে হাত–পা বেঁধে কিশোরকে মারধর, ভিডিও ভাইরাল
Published: 20th, April 2025 GMT
মুঠোফোন চুরির অভিযোগ তুলে এক কিশোরকে গ্রিলের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে ঘটনাস্থল চট্টগ্রামের বহদ্দারহাট পুকুরপাড় এবং মুঠোফোন চুরির কথা উল্লেখ করা রয়েছে। তবে মারধরের ঘটনাটি কখন ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার রাতে এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়- মারধরকারী যুবকটির পরনে ছিল ছাই রঙের টি–শার্ট। কলার মোটা একটা কান্দি দিয়ে তিনি অনবরত পিটিয়ে যাচ্ছিলেন কিশোরটিকে। এ ঘটনা অনেকে দাঁড়িয়ে দেখছিলেন। কেউবা ভিডিও করছিলেন। তবে এক ব্যক্তি হাত দিয়ে মারধরকারী যুবকটিকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু যুবকটি অনবরত মারধর করেই যাচ্ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির নিচে অনেকে কিশোরকে মারার পক্ষে–বিপক্ষে মন্তব্য করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘ভিডিওটি আমি দেখিছি। আজ রোববার দুপুরে আমি পুলিশ পাঠিয়েছি। কিন্তু কেউ কিছু জানে না বলেছে। তারা এভাবে না মেরে আমাদের হাতে দিলেও হতো।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম রধর
এছাড়াও পড়ুন:
নিজ দেশে বাংলাদেশের ক্ষুদ্রঋণ মডেল চালুর আগ্রহ জিবুতির প্রধানমন্ত্রীর
নিজ দেশে বাংলাদেশের সফল ক্ষুদ্রঋণ মডেল চালুর আগ্রহ প্রকাশ করেছেন জিবুতির প্রধানমন্ত্রী আবদুল কাদের কামিল মোহাম্মেদ।
ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) অনুষ্ঠানের ফাঁকে সোমবার (১৩ অক্টোবর) জিবুতির প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জিবুতিতে বাংলাদেশের সফল ক্ষুদ্রঋণ মডেল প্রয়োগ, আঞ্চলিক ভূরাজনীতি এবং রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে আলোচনা করেন।
জিবুতির প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসের প্রশংসা করে বলেন, “আপনি জিবুতিতে সুপরিচিত একটি নাম।” তিনি অধ্যাপক ইউনূসকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান।
জিবুতির প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ক্ষুদ্রঋণ বিষয়ে আপনার পরামর্শ দরকার।” তার দেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালু করার আগ্রহ প্রকাশ করেন।
এর জবাবে অধ্যাপক ইউনূস জিবুতির আগ্রহকে স্বাগত জানান এবং দেশটির কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর পরামর্শ দেন, যাতে তারা ক্ষুদ্রঋণ কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
তিনি জানান, বাংলাদেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো সারা বছরই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে, যেখানে জিবুতির কর্মকর্তারা অংশ নিতে পারেন।
অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “জিবুতি বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধপণ্য আমদানি করতে পারে।”
ঢাকা/ইভা