চট্টগ্রামে হাত–পা বেঁধে কিশোরকে মারধর, ভিডিও ভাইরাল
Published: 20th, April 2025 GMT
মুঠোফোন চুরির অভিযোগ তুলে এক কিশোরকে গ্রিলের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে ঘটনাস্থল চট্টগ্রামের বহদ্দারহাট পুকুরপাড় এবং মুঠোফোন চুরির কথা উল্লেখ করা রয়েছে। তবে মারধরের ঘটনাটি কখন ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার রাতে এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়- মারধরকারী যুবকটির পরনে ছিল ছাই রঙের টি–শার্ট। কলার মোটা একটা কান্দি দিয়ে তিনি অনবরত পিটিয়ে যাচ্ছিলেন কিশোরটিকে। এ ঘটনা অনেকে দাঁড়িয়ে দেখছিলেন। কেউবা ভিডিও করছিলেন। তবে এক ব্যক্তি হাত দিয়ে মারধরকারী যুবকটিকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু যুবকটি অনবরত মারধর করেই যাচ্ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির নিচে অনেকে কিশোরকে মারার পক্ষে–বিপক্ষে মন্তব্য করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘ভিডিওটি আমি দেখিছি। আজ রোববার দুপুরে আমি পুলিশ পাঠিয়েছি। কিন্তু কেউ কিছু জানে না বলেছে। তারা এভাবে না মেরে আমাদের হাতে দিলেও হতো।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম রধর
এছাড়াও পড়ুন:
কলারোয়ার বিষ দিয়ে ২০০ বক্স মৌমাছি হত্যা, দিশাহারা চাষি
সাতক্ষীরায় বিষ দিয়ে এক চাষির প্রায় ২০০ বক্স মৌমাছি হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ নভেম্বর) মধ্যরাতে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের দফার আম বাগানে ঘটনাটি ঘটে।
এতে কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মৌচাষি ওসমান আলী। তিনি বলেন, “আমি পথে বসে গেলাম।”
স্থানীয় সূত্র জানায়, সোনাবাড়িয়ার দফার আম বাগানে এ বছর ২১০টি মৌমাছির বক্স স্থাপন করেছিলেন ওসমান আলী। বুধবার মধ্যরাতে কে বা কারা বিষ প্রয়োগ করে ১৮০টির বেশি বাক্সের মৌমাছি মেরে ফেলে। এতে ওসমান আলীর কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
মৌচাষি ওসমান আলী বলেন, “মৌমাছির এই বক্সগুলোই আমার জীবিকার পথ ছিল। বিষ দিয়ে সব নষ্ট করে দিল—আমি পথে বসে গেলাম। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার চাই।”
সোনাবাড়িয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, “এই ঘটনায় মৌচাষি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা তার পাশে আছি। সব মৌচাষিদের নিয়ে আলোচনা করব, যাতে ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক ঘটনা না ঘটে।”
কলারোয়া উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর কবির বলেন, “মৌমাছি পরিবেশ ও কৃষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন ঘটনা শুধু একজন উদ্যোক্তার ক্ষতি নয়, বরং পরিবেশ ও কৃষির জন্যও হুমকি। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত মৌচাষির পাশে রয়েছে।”
ঢাকা/শাহীন/মাসুদ