শেয়ারবাজারে দর পতন টানা পঞ্চম দিনে গড়িয়েছে। গত সপ্তাহে সব কার্যদিবসে পতনের পর গতকাল রোববার ঢাকার শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত ৬১ শতাংশ শেয়ার ও ফান্ড দর হারিয়েছে। বেশির ভাগ শেয়ারের দর পতনে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ২৩ পয়েন্ট হারিয়ে ৫০৭৪ পয়েন্টে নেমেছে। গতকালের পতনসহ সূচকের টানা পতন হলো প্রায় ১৩১ পয়েন্ট বা আড়াই শতাংশ।
গতকাল ঢাকার শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে ৩৫৭টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২২৩টি বা ৫৬ শতাংশের দর কমেছে। ৯৬টির দর বেড়েছে। অপরিবর্তিত ছিল ৩৮টির দর। এ ছাড়া ৩৭ মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে চারটির দর বেড়েছে, কমেছে ১৮টির এবং ১৪টি অপরিবর্তিত ছিল। গতকাল ৩৫১ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় পৌনে ১২ কোটি টাকা বেশি। 
বীমা ছাড়া বাকি সব খাতের অধিকাংশ কোম্পানির দর কমেছে। এসব খাতের ৩০২ কোম্পানির মধ্যে মাত্র ৫৫টির দর বেড়েছে। বীমা খাতের ৫৮ কোম্পানির মধ্যে ৪১টির দর বেড়েছে। বেশি কোম্পানি রয়েছে এমন খাতের মধ্যে প্রকৌশল খাতের গড় দর পতনের হার ছিল সর্বাধিক ২ দশমিক ১৫ শতাংশ। এ খাতের ৪২ কোম্পানির মধ্যে পাঁচটির দরবৃদ্ধির বিপরীতে ৩৪টির দর কমেছে। এর পরের অবস্থানে থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে গড় দর পতনের হার ছিল ১ দশমিক ৫৬ শতাংশ।
অপেক্ষাকৃত কম কোম্পানির খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে গড়ে ৩ দশমিক ২৯ শতাংশ দর পতন হয়েছে। এ খাতের সাত কোম্পানির মধ্যে ছয়টিই দর হারিয়েছে। অন্যান্য খাতের মধ্যে কাগজ ও ছাপাখানা খাতের সোয়া ২ শতাংশ এবং ভ্রমণ ও অবকাশ খাতের প্রায় দেড় শতাংশ দর পতন হয়েছে।
সার্বিক দর পতনের মধ্যেও গতকাল এস আলম কোল্ড রোল্ড স্টিল কোম্পানির দর ১০ শতাংশ হারে বেড়েছে। পরের অবস্থানে থাকা সেনা ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক্স এবং মিডল্যান্ড ব্যাংকের দর সাড়ে ৯ থেকে প্রায় ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ক্রেতার চাহিদায় শেয়ারগুলো দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়। বিপরীতে পৌনে ৯ শতাংশ দর পতন নিয়ে শীর্ষে ছিল বিচ হ্যাচারি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ য় রব জ র র দর ব ড় ছ শ য় রব জ র দর পতন গতক ল পতন র

এছাড়াও পড়ুন:

রিয়ালের ওপর চাপ বাড়াল বার্সেলোনা

লা লিগার শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদের ওপর চাপ বাড়িয়েছে বার্সেলোনা। শনিবার রাতে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও সংহত করেছে কাতালান ক্লাবটি। আজ রাতে আলাভেসের মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। জিততে না পারলে ১৭ রাউন্ডে বার্সার সঙ্গে ব্যবধান হয়ে যাবে ৬ বা ৭।

গতকাল রাতে বার্সেলোনা ক্যাম্প ন্যুতে জিতেছে রাফিনিয়ার জোড়া গোলে। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে মোট ১৩টি শট নিয়েও ওসাসুনার রক্ষণ ভাঙতে পারেনি বার্সেলোনা।

বার্সা প্রথম গোল পায় ৭০ মিনিটে। এই গোলে একটি মাইলফলকও স্পর্শ করেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। লা লিগায় সর্বশেষ ৩৭ ম্যাচেই অন্তত একটি করে গোল করেছে বার্সা। দলটি সর্বশেষ এমন কীর্তি গড়েছিল ২০১৮-১৯ সালে। সে সময় লুইস এনরিকে ও আর্নেস্তো ভালভার্দের অধীনে ভিন্ন দুই মৌসুম মিলিয়ে টানা ৩৭ গোলে গোল করেছিল বার্সা।

প্রথম গোল করা রাফিনিয়া ৮৬ মিনিটে আরেকটি গোল করে বার্সার জয় প্রায় নিশ্চিত করেন। এটি ছিল এবারের লিগে তাঁর ষষ্ঠ গোল। ফুটবলের খুঁটিনাটি তথ্য-উপাত্ত সংগ্রহকারী প্রতিষ্ঠান অপটার পরিসংখ্যান বলছে, চলমান ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনাই শীর্ষ পাঁচ লিগের একমাত্র ক্লাব, যাদের ভিন্ন চারজন খেলোয়াড় পাঁচ বা তার বেশি গোল করেছেন।

বার্সার হয়ে এবার লিগে রাফিনিয়া ছাড়াও পাঁচ বা তার বেশি গোল করেছেন ফেরান তোরেস (১১), রবার্ট লেভানডফস্কি (৮) ও লামিনে ইয়ামাল (৬)।
রাফিনিয়ার জোড়া গোলে ওসাসুনাকে হারানোর পর বার্সেলোনার মোট পয়েন্ট ১৭ ম্যাচে ৪৩। রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৬ ম্যাচে ৩৬। জাবি আলোনসোর দলের আজকের প্রতিপক্ষ আলাভেস ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে।

সম্পর্কিত নিবন্ধ