শেয়ারবাজারে দর পতন টানা পঞ্চম দিনে গড়িয়েছে। গত সপ্তাহে সব কার্যদিবসে পতনের পর গতকাল রোববার ঢাকার শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত ৬১ শতাংশ শেয়ার ও ফান্ড দর হারিয়েছে। বেশির ভাগ শেয়ারের দর পতনে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ২৩ পয়েন্ট হারিয়ে ৫০৭৪ পয়েন্টে নেমেছে। গতকালের পতনসহ সূচকের টানা পতন হলো প্রায় ১৩১ পয়েন্ট বা আড়াই শতাংশ।
গতকাল ঢাকার শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে ৩৫৭টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২২৩টি বা ৫৬ শতাংশের দর কমেছে। ৯৬টির দর বেড়েছে। অপরিবর্তিত ছিল ৩৮টির দর। এ ছাড়া ৩৭ মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে চারটির দর বেড়েছে, কমেছে ১৮টির এবং ১৪টি অপরিবর্তিত ছিল। গতকাল ৩৫১ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় পৌনে ১২ কোটি টাকা বেশি। 
বীমা ছাড়া বাকি সব খাতের অধিকাংশ কোম্পানির দর কমেছে। এসব খাতের ৩০২ কোম্পানির মধ্যে মাত্র ৫৫টির দর বেড়েছে। বীমা খাতের ৫৮ কোম্পানির মধ্যে ৪১টির দর বেড়েছে। বেশি কোম্পানি রয়েছে এমন খাতের মধ্যে প্রকৌশল খাতের গড় দর পতনের হার ছিল সর্বাধিক ২ দশমিক ১৫ শতাংশ। এ খাতের ৪২ কোম্পানির মধ্যে পাঁচটির দরবৃদ্ধির বিপরীতে ৩৪টির দর কমেছে। এর পরের অবস্থানে থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে গড় দর পতনের হার ছিল ১ দশমিক ৫৬ শতাংশ।
অপেক্ষাকৃত কম কোম্পানির খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে গড়ে ৩ দশমিক ২৯ শতাংশ দর পতন হয়েছে। এ খাতের সাত কোম্পানির মধ্যে ছয়টিই দর হারিয়েছে। অন্যান্য খাতের মধ্যে কাগজ ও ছাপাখানা খাতের সোয়া ২ শতাংশ এবং ভ্রমণ ও অবকাশ খাতের প্রায় দেড় শতাংশ দর পতন হয়েছে।
সার্বিক দর পতনের মধ্যেও গতকাল এস আলম কোল্ড রোল্ড স্টিল কোম্পানির দর ১০ শতাংশ হারে বেড়েছে। পরের অবস্থানে থাকা সেনা ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক্স এবং মিডল্যান্ড ব্যাংকের দর সাড়ে ৯ থেকে প্রায় ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ক্রেতার চাহিদায় শেয়ারগুলো দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়। বিপরীতে পৌনে ৯ শতাংশ দর পতন নিয়ে শীর্ষে ছিল বিচ হ্যাচারি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ য় রব জ র র দর ব ড় ছ শ য় রব জ র দর পতন গতক ল পতন র

এছাড়াও পড়ুন:

বন্ধুকে হত্যার পর কুড়াল নিয়ে থানায় হাজির

ময়মনসিংহের ত্রিশালে বন্ধুকে হত্যা করে থানায় ‘চাইনিজ কুড়াল’ নিয়ে হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন অহিদুল ইসলাম অনিক (২৩) নামে এক যুবক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে হত্যাকাণ্ডটি ঘটে।

পুলিশের ধারণা, ব্যক্তিগত বিরোধ থেকে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

আরো পড়ুন:

খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত

নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা

নিহত যুবকের নাম মুনতাসীর ফাহিম (২২)। তিনি ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। অভিযুক্ত অনিক ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, অভিযুক্ত অনিক রাত ৯টার দিকে কুড়াল হাতে নিয়ে ত্রিশাল থানায় গিয়ে ডিউটি অফিসারকে জানান, তিনি তার বন্ধু ফাহিমকে কুপিয়ে হত্যা করেছেন। এরপর পুলিশ তাকে শান্ত করে হেফাজতে নেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে, পুলিশ সরকারি নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশের পানির ট্যাংকির কাছ থেকে ফাহিমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

নিহত ফাহিমের নানি মাকসুদা আক্তার বলেন, “আমার নাতি পৌর এলাকার হাসপাতালের পেছনে ভাড়া বাসায় থাকতো। মালয়েশিয়াতে অর্নাসে পড়ালেখা করত। চার মাস আগে সেখান থেকে দেশে আসে। আগামী ২৫ ডিসেম্বর তার ফেরার ফ্লাইট ছিল। ফাহিম সব সময় বাসায় থাকত, অনিক তাকে ডেকে নিয়ে যাইতো। সে পরিকল্পনা করে আমার নাতিকে হত্যা করেছে।” 

ত্রিশাল থানার তদন্ত (ওসি) গোলাম মুস্তফা রুবেল বলেন, “ফাহিমকে হত্যা করে অনিক রক্তমাখা চাইনিজ কুড়াল নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তিনি হত্যার কথা স্বীকার করেন। ব্যক্তিগত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ